স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ পৌরসভা রূপকল্প-২০৪১ বাস্তবায়নে বিশিষ্ট নাগরিকদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহীদ শেখ রাসেল স্মৃতি শিশু পার্কে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জার্মান দাতা সংস্থা জিআইজেড এর মূখ্য উপদেষ্টা হামিদুল ইসলাম চৌধুরী রনি, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট বিমল কুমার দাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী সোহরাব আলী সরকার, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হাসনা হেনা, প্যানেল মেয়র-১ নুরুল হক নুরু ও প্যানেল মেয়র-৩ শিখা খাতুন।
দিনব্যাপী কর্মশালায় শহরের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। ২০৪১ সালের মধ্যে আধুনিক ও উন্নত শহর গড়তে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন অংশগ্রহণকারীরা।