রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মাঝিকে কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি : / ৩২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ নূর নামের এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে তারাবির নামাজ পড়ে বাড়ি যাওয়ার পথে এই হামলা চালানো হয়।

নিহত মোহাম্মদ নূর  উখিয়ার ২০ নং রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে স্থানীয় রোহিঙ্গাদের বরাতে জানান,  তারাবির নামাজ পড়ে নিজ বাড়িতে ফেরার পথে ৫/৬ জনের একদল দুর্বৃত্ত আকস্মিক মোহাম্মদ নূরের উপর হামলা চালায়। তাকে গলা ও মাথায় এলোপাতাড়ি কোপানো হয়। মৃত্যু নিশ্চিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এর আগে ২০২৪ সালেও তাকে কুপিয়ে হত্যাচেষ্টা করেছিলো সন্ত্রাসীরা।

ব্যক্তিগত শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে রাতেই উখিয়া থানায় নেয়া হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir