নাটোরের সিংড়া উপজেলার (সিংড়া বাজার) এলাকায় গোপন সংবাদের ভিক্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে দুই গাড়ি সরকারি চাল উদ্ধার করেছে। বুধবার রাতে পৌর এলাকার চাল ব্যবসায়ী রাজু মোল্লার দোকানের সামনে এগুলো জব্দ করে সেনাবাহিনী। এদিকে চাল বিতরনের সময় চাউল উত্তোলন করেই চাউল বিক্রয় করে ও চাউল গুদামঘরে রাখে কিছু অসাধু চাউল ডিলার। এসব বিষয়ে খতিয়ে দেখার দাবি সচেতন মহলের।
বুধবার (২১ মে) দিবাগত রাতে খাদ্য অধিদপ্তর লেখা যুক্ত দুই ট্রাক চাল জব্দ করে। উদ্ধারকৃত চাল এর পরিমাণ ১৬ টন ২১০ কেজি। কিন্ত খাদ্য অধিদপ্তরের সরকারি চাল ক্রয়বিক্রয় সম্পুর্ন নিষিদ্ধ।
পৌর এলাকার আওয়ামী সমর্থিত চাল ব্যবসায়ী রাজু মোল্লার সহযোগিতায় সরকারি চাল ক্রয় করেন সিংড়া উপজেলার মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক ও সাবেক ৮ নং ওয়ার্ড কমিশনার বাবুল হোসেন বাবু।
বাবুল হোসেন বাবু বলেন, নিয়ম কানুন মেনেই চাল ক্রয় করা হয়েছে। আমরা সেই কাগজপত্র প্রদর্শন করে জব্দকৃত চাল ছাড়িয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি দাবি করেন, বাজারের চাউল সিন্ডিকেট তাকে ফাঁসানোর চেষ্টা করছে।
সূত্রে জানা যায়, কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য অধিদপ্তরের) বরাদ্দকৃত চাল সরকার কর্তৃক সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কাছে পাঠানো হয়। ইউএনও কর্তৃক বরাদ্দকৃত চাউল ইউএনও-এর অধিনস্ত উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারের কাছে সরকারি উন্নয়ন মূলক কাজে এলাকাভিত্তিক পাঠানো হয়। শ্রমিকেরা কাজের বিনিময়ে টাকা নেয় চাউল নেয়না। চেয়ারম্যান ও মেম্বারগণ ইউএনও কে অবগত করে চাউল ব্যবসায়ীদের কাছে চাউল বিক্রয় করে টাকা শ্রমিকদের দেওয়া হয়।
এ বিষয়ে জানতে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম এর সাথে মুঠোফোনে জানান, বিষয়টি আমি জেনেছি। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো আমাকে অবগত করা হয়নি।