” ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার, গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে ৩৫ তম বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা, পরিচিতি সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ই জুলাই) দুপুর এগারটায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে কার্যালয় সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ ভৌমিকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের মেডিকেল অফিসার ডা. চিত্রা ঘোষ।
সোনামুখী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক সৈকত সাহা প্রোটনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান, উপজেলা সমবায় উন্নয়ন কর্মকর্তা খালেদুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ৮ জন শ্রেষ্ঠ কর্মী প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস ও পুরস্কার প্রদান করা হয়। শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী (F.W.A) হিসেবে সোনামুখী ইউনিটের আমিনা খাতুন, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক (F.P.I) সোনামুখী ইউনিয়নের সৈকত সাহা প্রোটন, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শিকা (F.W.V) মোছা: মিনা খাতুন, শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তেকানী ইউনিয়নের মো: জয়নাল আবেদীন, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সোনামুখী, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চরগিরিশ ইউনিয়ন, শ্রেষ্ঠ বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা (ক্লিনিক ভিত্তিক) পল্লি শিশু ফাউন্ডেশন, শ্রেষ্ঠ বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা (সিবিডি ভিত্তিক) ফেন্ডশীপ কে পুরস্কার তুলে দেয় অতিথি বৃন্দ।