শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

হায়দরাবাদের কাছে হেরে শীর্ষে ওঠা হলো না বেঙ্গালুরুর

অনলাইন ডেস্ক: / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শনিবার, ২৪ মে, ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন

আইপিএল ২০২৫-এর প্লে-অফে শীর্ষ দুইয়ে থাকার সুযোগ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে। লক্ষ্ণৌয়ে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সে স্ক্রিপ্ট মেনেই এগোচ্ছিল। ২৩২ রান তাড়া করতে নেমে ১৫ ওভার শেষেও ম্যাচে ছিল দারুণভাবে। কিন্তু এরপর ১৬ রানে ৭ উইকেট খুঁইয়ে বসে দলটা। শেষেমেষ ৪২ রানের বিশাল ব্যবধানে হেরে যায় তারা। এই হারের ফলে বেঙ্গালুরুর শীর্ষ দুইয়ে থাকার সম্ভাবনায় বড় ধাক্কা খেল।

এদিন আগে ব্যাট করে ইশান কিষাণের ৪৮ বলে ৭ চার ও ৫ ছয়ে ৯৪ রানের ঝড়ো ইনিংসে হায়দরাবাদ ৬ উইকেটে করে ২৩১ রান। জবাবে ইনিংসের এক বল বাকি থাকতে ১৮৯ রানে অলআউট বেঙ্গালুরু।

এর আগে অভিষেক শর্মা ১৭ বলে তিনটি করে চার ও ছয়ে ৩৪ রান করে চতুর্থ ওভারের শেষ বলে মাঠ ছাড়েন। ওপেনিং জুটি ভাঙে ৫৪ রানে। আরেক ওপেনার ট্রাভিস হেড (১৭) ব্যর্থ। তারপর আইনরিখ ক্লাসেনকে নিয়ে ইশান ৪৮ রানের জুটি গড়েন।

ক্লাসেন ১৩ বলে ২৪ রানের ক্যামিও ইনিংস খেলে মাঠ ছাড়েন। অনিকেত ভার্মা ৯ বলে ১ চার ও ৩ ছয়ে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। ইশানের সঙ্গে তার জুটি ছিল ৪৩ রানের। শেষ দিকে অভিনব মনোহর ও প্যাট কামিন্সের অবদান ছিল ১২ ও ১৩ রানের। ইশান ৬ রানের আক্ষেপ নিয়ে অপরাজিত ছিলেন।

বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন রোমারিও শেফার্ড। লক্ষ্যে নেমে ঝড় তোলেন বিরাট কোহলি ও ফিল সল্ট। ৪২ বলে ৮০ রানের জুটি ভেঙে যায় কোহলির বিদায়ে। বেঙ্গালুরু ওপেনার ২৫ বলে ৭ চার ও ১ ছয়ে ৪৩ রান করেন।

তারপর মায়াঙ্ক আগারওয়াল ও সল্টের ৪০ রানের জুটি। ১১তম ওভারে ১১ রানে আউট হন মায়াঙ্ক। পরের ওভারে সল্ট ৩২ বলে ৪টি চার ও ৫টি ছয়ে ৬২ রানে আউট হলেও লড়াই চালিয়ে যায় বেঙ্গালুরু। একটা সময় তাদের লাগে ৩৬ বলে ৬৯ রান, হাতে তখনও সাত উইকেট। কিন্তু পরের ৩৫ বলে ১৬ রানে বাকি উইকেট হারিয়ে অলআউট তারা! দুই সেট ব্যাটার রজত পতিদার (১৮) ও অধিনায়ক জিতেশ শর্মাকে (২৪) ফিরিয়ে জয় ছিনিয়ে নেয় হায়দরাবাদ। বেঙ্গালুরু ১৮৯ রানে অলআউট।

কামিন্স সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি পান এহসান মালিঙ্গা। তাতে এক ম্যাচ হাতে রেখে গুজরাটকে (১৮) টপকে শীর্ষে ওঠা তো দূরের কথা,  এক ধাপ নেমে তিনে বেঙ্গালুরু (১৭)। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে গেছে পাঞ্জাব কিংস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir