সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
লোডশেডিংয়ের সময় কাঠগড়া থেকে পালালেন আসামি কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক ১৮৭৪ কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য মিলেছে : এনবিআর নাটোরের লালপুরে বগি রেখে চলে গেল ট্রেনের ইঞ্জিন বাগাতিপাড়ায় সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান বিদেশে উচ্চশিক্ষার লোভ দেখিয়ে কোটি টাকা হাতিয়েছেন বিএসবির বাশার বগুড়ার শেরপুর পৌরসভার প্রায় ৭৪ কোটি টাকার বাজেট ঘোষণা রাস্তায় মালামাল রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি, চারজনকে জরিমানা ডেমরা পুলিশ লাইনস স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিএমপি কমিশনার সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে চাঁদাবাজ আখ্যায়িত করে মারপিটসহ মোবাইল ও টাকা লুট

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্যভাবে রবীন্দ্র জন্মোৎসব উদযাপন

নিজস্ব প্রতিবেদক: / ৩২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৮:৫২ অপরাহ্ন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী ও ১৪৩২ বঙ্গাব্দের রবীন্দ্র জন্মোৎসব বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সার্বিক দিকনির্দেশনায় মঙ্গলবার সকালে অস্থায়ী একাডেমিক ভবন-৩-এ কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দুই দিনব্যাপী এ উৎসবের সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া এবং ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। এক বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চোখে বাংলা ছিল সৃষ্টির এক অপূর্ব রূপকল্প। এদেশের প্রকৃতি, মাটি ও মানুষ তাঁর মননে যে নান্দনিক ভাব ও ভাষাশিল্প সৃষ্টি করেছিল, সেটিই আজ বাংলা সাহিত্য ও সংস্কৃতির গৌরবময় অর্জন। তাঁর দর্শন ও আদর্শ জাতীয় ঐক্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উৎসবের অংশ হিসেবে অ্যাকাডেমিক ভবন-১ ও ভবন-৩-এ বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রবীন্দ্রসংগীত এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দুপুরে অ্যাকাডেমিক ভবন-৩ চত্বরে তারুণ্য মেলার আয়োজন করা হয়, যার উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। পরে তিনি মেলার স্টল পরিদর্শন করেন এবং এক আলোচনা সভায় অংশ নেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম। বক্তব্য রাখেন তারুণ্য মেলা উপকমিটির আহ্বায়ক ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এবং বাংলা বিভাগের চেয়ারম্যান মাইনুল ইসলাম।

বিকেলে “রবীন্দ্রনাথের পরিবেশচিন্তা” বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উপ-উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রবির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাবেদ ইকবাল এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর।

সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে পরিবেশনায় অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী, রবির শিক্ষার্থী ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir