
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কতৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে ধুমপান ও তামাক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। (২৮ মে ) দুপুরে কাজিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্কর্তা ডাক্তার শাহনাজ পারভীন।আলোচনায় অংশ নেয় কমিটির সদস্য কাজিপুর থানা অফিসার ইনচার্জ নুরে আলম, সদস্য স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম রন্টি, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা,সমবায় অফিসার খালেদুজ্জামান খান, একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান,বাংলাদেশ তামাক বিরোধী জোটের পক্ষে শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সকল সদস্য বৃন্দ।
সেমিনারে ধূমপান থেকে বিরত রাখতে করনীয় নির্ধারনে নানা পরামর্শ প্রদানসহ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫; এ আইনে অপরাধ ও শাস্তিসমূহ; তামাক বা তামাকজাত দ্রব্য কী এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষ ক্ষতির দিকসমূহ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির উপর অধিক গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি গণমাধ্যমসহ অন্যান্য মাধ্যমে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার বিরোধী প্রচারণার কথা উল্লেখ করা হয়।
একই সাথে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে গঠিত উপজেলা কমিটিগুলোকে সক্রিয় করার প্রতিও গুরুত্বারোপ করেন তারা।