রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন

চট্টগ্রামে আবারও শুরু হচ্ছে করোনার টিকাদান

চট্টগ্রাম প্রতিনিধি : / ২১ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বুধবার, ১৮ জুন, ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন
- প্রতীকী ছবি

আবারও করোনার প্রকোপ দেখা দেওয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) আজ বুধবার থেকে করোনা প্রতিরোধে সীমিত পরিসরে টিকাদান কর্মসূচি চালু করছে। প্রথম ধাপে ফাইজারের বুস্টার ডোজ দেওয়া হবে। টিকাদান কর্মসূচিতে এবার অগ্রাধিকার পাবেন ষাটোর্ধ্ব ব্যক্তি ও প্রসূতিরা।

চসিক সূত্রে জানা গেছে, নগরকে সাতটি অঞ্চলে ভাগ করে প্রতি অঞ্চলে প্রাথমিকভাবে ৩০০ ডোজ ফাইজারের টিকা পাঠানো হয়েছে। প্রতিটি ভায়ালে ছয় ডোজ করে টিকা রয়েছে। আজ প্রথমদিন শুধু চসিক জেনারেল হাসপাতালেই টিকা দেওয়া হবে।

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা জানান, বুধবার সীমিত পরিসরে টিকাদান শুরু হচ্ছে। পর্যায়ক্রমে কার্যক্রম সম্প্রসারিত হবে। যারা পূর্বে এক বা দুইটি ডোজ নিয়েছেন বা একেবারেই নেননি- দু’দলই এবার বুস্টার ডোজ নিতে পারবেন। ১২ বছর ও তদূর্ধ্ব সবাই এই টিকার আওতায় আসবেন।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৭ মে ফাইজারের ৬৭ হাজার ডোজ টিকা এসে পৌঁছেছে। এগুলো সংরক্ষণ করা হয়েছে ইপিআই গুদামে। উপজেলা পর্যায়েও পাঠানো হয়েছে টিকা। তবে সেসব কেন্দ্রে সাড়া কম।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পর্যাপ্ত মজুদ রয়েছে। পর্যায়ক্রমে আরও টিকা আসবে। স্বাস্থ্যকর্মীরা নিজেরাও টিকা নিচ্ছেন এবং সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir