রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন

আর্জেন্টাইন ডিফেন্ডারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ

অনলাইন ডেস্ক: / ২১ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে সোমবার, ২৩ জুন, ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

ক্লাব বিশ্বকাপে পাচুকার বিপক্ষে ৩-১ গোলের জয়ে রিয়াল মাদ্রিদ আনন্দ পেলেও ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ঘটে যাওয়া একটি ঘটনা সেই আনন্দে ছায়া ফেলেছে। রিয়াল ডিফেন্ডার আন্তোনিও রুডিগার অভিযোগ করেছেন, পাচুকার আর্জেন্টাইন ডিফেন্ডার গুস্তাভো কাব্রাল তাকে বর্ণবাদমূলক ভাষায় অপমান করেছেন।

ঘটনাটি ঘটে ম্যাচের যোগ করা সময়ে, যখন দুইজন খেলোয়াড়ের মধ্যে ধাক্কাধাক্কি হয়। রুডিগার সঙ্গে সঙ্গে রেফারিকে বিষয়টি জানান এবং রেফারি রামন আবাতি ফিফার নির্ধারিত ‘X’ চিহ্নের ইঙ্গিত দেন (বুকে হাত ক্রস করে দেখানো), যা বর্ণবৈষম্যের অভিযোগের জন্য ব্যবহৃত হয়।

রিয়াল কোচ জাবি আলোনসো ম্যাচ শেষে বলেন, ‘তোনি (রুডিগার) আমাদের জানিয়েছে সে কী শুনেছে। আমরা তাকে বিশ্বাস করি। এটি একেবারেই অগ্রহণযোগ্য। ফিফার প্রোটোকল অনুযায়ী এখন তদন্ত চলছে।’

পাচুকার খেলোয়াড় কাব্রাল অবশ্য বর্ণবাদী ভাষা ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি স্বীকার করেন যে, রুডিগারকে ‘f—-ing coward’ (অশোভন ভাষায় কাপুরুষ) বলেছেন। কাব্রাল বলেন, “ওর (রুডিগার) সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছিল, ও বলল আমি হাত দিয়ে মারছি। আমি তখন তাকে ‘f—ing coward’ বলি, যেটা আর্জেন্টিনায় আমরা প্রায়ই বলি। এর মানে কোনো বর্ণবাদ নয়।”

পাচুকা কোচ জাইমে লোজানোও সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, ‘আমি ঘটনাটি দেখিনি। ওর সঙ্গে কথা বলতে হবে। তবে কাব্রালের বিরুদ্ধে এরকম অভিযোগ আগে কখনও ওঠেনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir