রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

কক্সবাজারে ইয়াবা ও অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি : / ২৩ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে সোমবার, ২৩ জুন, ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

মিয়ানমার সীমান্তঘেষা নাইক্ষ্যংছড়ির ঘুমধুম রেজুপাড়ায় বিশেষ অভিযানে ৩৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের কাছ থেকে একটি রামদাও উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুপাড়া বিওপি’র একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানের সময় মিয়ানমার সীমান্ত পেরিয়ে ইয়াবা পাচারের সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

আটক তিনজন হলেন-মো. মাহমুদুল হাসান (২৩), মো. হাকিম (১৮) ও মো.শফি আলম (৩০)। তিনজনই উখিয়ার এফডিএমএন ক্যাম্প-০১ এর ব্লক-ডি এলাকায়।

বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত পয়েন্টে ওঁৎ পেতে অবস্থান নেয় বিজিবির টহল দল। রাত সাড়ে ৯টার দিকে তিনজন ব্যক্তিকে ব্যাগ কাঁধে নিয়ে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করা হয়। এ সময় তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে তাদের বহন করা ব্যাগ তল্লাশি করে ৩৪ হাজার পিস ইয়াবা ও একটি রামদা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের নিয়মিত তৎপরতা ও গোয়েন্দা নজরদারির ফলে সীমান্ত দিয়ে ইয়াবা অনুপ্রবেশ অনেকটাই কমে এসেছে। এই অভিযান তারই অংশ।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir