রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

হাসারাঙ্গার বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক: / ২০ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৫:৪৬ অপরাহ্ন
-ফাইল ছবি

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার হারের ম্যাচে একটি বিশ্বরেকর্ড গড়েছেন স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিনি সবচেয়ে কম ম্যাচ খেলে ফরম্যাটটিতে ১০০০ রান ও ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন।

ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২৪৮ রান তোলে। সেই লক্ষ্য তাড়ায় লঙ্কানদের চেপে ধরে বাংলাদেশের বোলাররা। তবে শেষ পর্যন্ত তাদের কক্ষপথে রেখেছিলেন জানিথ লিয়ানাগে। তিনি ৭৮ রান করে আউট হতেই স্বাগতিকদের অবশিষ্ট আশাও শেষ হয়ে যায়। এদিন মাত্র ১৩ রান করে আউট হয়েছেন হাসারাঙ্গা। এর আগে তিনি বল হাতে ৩ উইকেট শিকার করেন।

আট নম্বরে ব্যাট করতে নেমে তানভীর ইসলামের বলে সিঙ্গেল রান নিয়েই ওয়ানডেতে এক হাজার রানের মাইলফলক পূর্ণ হয় হাসারাঙ্গার। আর শততম উইকেটের সীমা পেরিয়েছেন আগেই। গতকাল সেই সংখ্যাকে তিনি ১০৬-এ পরিণত করেন।

সবমিলিয়ে ওয়ানডেতে ৭০তম অলরাউন্ডার হিসেবে ওয়ানডেতে এক হাজার রান ও ১০০ উইকেট শিকার করলেন হাসারাঙ্গা। এজন্য তার মাত্র লেগেছে মাত্র ৬৫টি ওয়ানডে। এতদিন ফরম্যাটটিতে দ্রুততম ১০০০ রান ও ১০০ উইকেট শিকারের রেকর্ডটি দখলে ছিল দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি শন পোলকের (৬৮)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir