রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

আইসিসির নতুন সিইও সাঞ্জোগ গুপ্তা

অনলাইন ডেস্ক: / ১৮ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে সোমবার, ৭ জুলাই, ২০২৫, ১:৩৩ অপরাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন সাঞ্জোগ গুপ্তা। সোমবার (৭ জুলাই) তার নিয়োগ নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

বর্তমানে সাঞ্জোগ গুপ্তা জিওস্টার-এর ‘স্পোর্টস অ্যান্ড লাইভ এক্সপেরিয়েন্সেস’ বিভাগের সিইও হিসেবে কর্মরত আছেন। দুই দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সঞ্জয় গুপ্তা ভোক্তানির্ভর সফল ব্র্যান্ড গড়ে তোলার ক্ষেত্রে দক্ষ এবং ভারতের আধুনিক ক্রীড়া পরিকাঠামো নির্মাণে অগ্রণী ভূমিকার জন্য প্রশংসিত।

আইসিসির চেয়ারম্যান জে শাহ বলেছেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সাঞ্জোগ গুপ্তা আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিযুক্ত হয়েছেন। ক্রীড়া কৌশল ও বাণিজ্যায়নে তার বিস্তৃত অভিজ্ঞতা আইসিসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

“বিশ্বব্যাপী ক্রীড়াঙ্গন ও মিডিয়া ও বিনোদন (এমঅ্যান্ডই) খাত সম্পর্কে তার গভীর বোঝাপড়া, ক্রিকেটভক্তদের মনোভাব জানার আগ্রহ এবং প্রযুক্তির প্রতি তার আগ্রহ—সব মিলিয়ে এগুলো আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক হবে। আমাদের লক্ষ্য হলো ক্রিকেটকে ঐতিহ্যবাহী সীমার বাইরে নিয়ে গিয়ে অলিম্পিকের নিয়মিত খেলা হিসেবে প্রতিষ্ঠিত করা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রিকেটের বিস্তার ঘটানো ও মূল বাজারগুলোতে এর শেকড় আরও গভীরে প্রবেশ করানো।

“এই পদে আমরা অসাধারণ কয়েকজন প্রার্থী বিবেচনায় নিয়েছিলাম। কিন্তু মনোনয়ন কমিটি সর্বসম্মতিক্রমে সাঞ্জোগ গুপ্তাকে সুপারিশ করেছে। আইসিসি বোর্ডের পরিচালকরা তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে মুখিয়ে আছেন এবং আমি আইসিসির পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি।”

সাঞ্জোগ গুপ্তার নিয়োগ একটি বৈশ্বিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়েছে, যা আইসিসি মার্চ মাসে শুরু করেছিল। এই পদে বিশ্বের ২৫টি দেশের ২,৫০০-এর বেশি আবেদন পড়েছিল, যা এই দায়িত্বের আন্তর্জাতিক গুরুত্ব ও আকর্ষণকে প্রতিফলিত করে। আবেদনকারীদের মধ্যে খেলাধুলার শীর্ষ নিয়ন্ত্রণ সংস্থার নেতাদের পাশাপাশি বিভিন্ন খাতের শীর্ষ করপোরেট নির্বাহীরাও ছিলেন।

আইসিসির মানবসম্পদ ও পারিশ্রমিক কমিটি প্রথমে আবেদনগুলো খতিয়ে দেখে ১২ জনকে সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত করে। এরপর তাদের প্রোফাইল পাঠানো হয় মনোনয়ন কমিটির কাছে, যার সদস্য ছিলেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, ইসিবি চেয়ারম্যান রিচার্ড থম্পসন, শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা এবং বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া। কঠোর যাচাই-বাছাইয়ের পর মনোনয়ন কমিটি সর্বসম্মতিক্রমে সাঞ্জোগ গুপ্তাকে সুপারিশ করে। আইসিসি চেয়ারম্যান জে শাহ ওই সুপারিশ পর্যালোচনা ও মূল্যায়নের পর অনুমোদন দেন এবং পরে আইসিসি বোর্ড তা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করে। সূত্র: আইসিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir