শনিবার, ১২ জুলাই ২০২৫, ১১:০০ অপরাহ্ন

মেসির রেকর্ড গড়া রাতে জয় পেল ইন্টার মায়ামি

অনলাইন ডেস্ক: / ১২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
- সংগৃহীত ছবি

মেজর লিগ সকারে (এমএলএস) যুক্ত হওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড গড়ছেন লিওনেল মেসি। এবার নতুন একটি রেকর্ডে নাম লিখিয়ে ইতিহাস গড়লেন ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন মহাতারকা। এমএলএসের ইতিহাসে তিনিই প্রথম খেলোয়াড়, যিনি টানা চার ম্যাচে একাধিক গোল করেছেন। মেসির জোড়া গোলে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি।

ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই মায়ামিকে এগিয়ে দেন মেসি। ২৭তম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডারের ভুলে বল পেয়ে ডি-বক্সে ঢুকে প্রথম গোলটি করেন তিনি। এরপর ৩৮তম মিনিটে মাঝমাঠ থেকে সার্জিও বুসকেটসের পাসে দারুণ এক শটে নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন তারকা।

৮০ মিনিটে নিউ ইংল্যান্ডের পক্ষে কার্লেস গিল ব্যবধান কমান। তবে শেষ পর্যন্ত স্কোরলাইন ২-১-ই থাকে।

ম্যাচে বলের দখলে মায়ামি এগিয়ে থাকলেও (৫৬%), নিউ ইংল্যান্ড সুযোগ তৈরিতে ছিল সক্রিয়। তারা ১৬টি শট নেয়, যার ৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে মায়ামির ১৩ শটের ৩টি লক্ষ্যে ছিল।

এই জয়ে ঘরোয়া লিগে টানা চার ম্যাচ জিতেছে মায়ামি। পাশাপাশি এমএলএসের চলতি মৌসুমে টানা পাঁচ ম্যাচে অপরাজিত থাকল দলটি। উল্লেখ্য, ম্যাচটি ছিল নিউ ইংল্যান্ডের হোম গ্রাউন্ডে এবং এবার সেখানে উপস্থিত ছিল ৪৩,২৯৩ দর্শক। আগের মৌসুমে এই দুই দলের লড়াইয়ে রেকর্ড ৬৫,৬১২ দর্শক মাঠে এসেছিলেন।

এ মুহূর্তে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে মায়ামি রয়েছে পাঁচ নম্বরে। তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। শীর্ষে থাকা এফসি সিনসিনাতির থেকে তারা ৭ পয়েন্ট পিছিয়ে, যদিও মায়ামি এখন পর্যন্ত তিন ম্যাচ কম খেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir