সিরাজগঞ্জের রায়গঞ্জে কোরবানির সবচেয়ে বড় গরু ব্রাহামা ষাঁড় লালবাবু ও শাহী ওয়াল ষাঁড় লাল বাহাদুর। লালবাবুর ওজন ২৭ দশমিক ৭৫ মণ আর লাল বাহাদুরের ওজন ২৫ মণ। লাল বাহাদুর পাবনার করমজার রুবেলের ফার্মের গরু। লালবাবু যশোরের সাতক্ষীরার মাসুদ রানার ফার্মের গরু। গরু দু‘টি সরাসরি ঐ ফার্মগুলো থেকে কিনে এনেছেন রায়গঞ্জের চান্দাইকোনা আদর্শ বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল হালিম খান দুলাল।
চান্দাইকোনা বাজারে বিশাল সামিয়ানা টানিয়ে ম্যাট বিছিয়ে গরু দুটি সযত্নে রাখা হয়েছে। প্রতিদিন শত শত উৎস্যুক জনতা ভিড় জমাচ্ছে গরুগুলো দেখতে। অনেকে সেলফি তুলছেন। পবিত্র ঈদ উল আজহার দিন গরু দু‘টি কোরবানি করা হবে। আব্দুল হালিম খান দুলাল জানান, প্রতি বছরই এধরণের দর্শনীয় গরু কোরবানি করেন তিনি কিন্তু দামের কথা কাউকে কখনোই বলেন না।
রায়গঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ওয়ালিউল ইসলাম জানান রায়গঞ্জে কোরবানির উপযোগী গরুর মধ্যে বনিক সমিতির সভাপতি আব্দুল হালিম খান দুলালের সংগ্রহ করা ষাঁড় লালবাবু ও লাল বাহাদুরই সবচেয়ে বড় ও দর্শনীয়।