নাটোর প্রতিনিধি:
নাটোরে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষের মামলায় গ্রেফতার জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চুর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
দুপুরে শহিদুল ইসলাম বাচ্চুকে নাটোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলমের আদালতে হাজির করে ৫দিনের রিমান্ডের আবেদন জানান নাটোর থানার এস আই মোখলেছুর রহমান।
এসময় বাচ্চুর আইনজীবীরা জামিনের আবেদন জানালে শুনানী শেষে বিচারক রিমান্ড ও জামিন আবেদন দুটোই না মঞ্জুর করে করাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১ এপ্রিল বিএনপির অবস্থান কর্মসূচীকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মিদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।