রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

“সিক্স লাইফস্টাইল”-এ পাওয়া যাচ্ছে জমকালো সব ঈদ কালেকশন

রিপোর্টারের নাম / ৪২৩ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৩:৩৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
স্বনামধন্য ফ্যাশন ব্র্যান্ড “সিক্স লাইফস্টাইল”-এ পাওয়া যাচ্ছে জমকালো সব ঈদ কালেকশন।

এখানে পাচ্ছেন সকল বয়সের নারী, পুরুষ এবং বাচ্চাদের সব ধরনের পোশাকের সমাহার। যাতে থাকছে পুরুষদের জন্য রুচিশীল পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, টি-শার্ট এবং নারীদের জন্য আকর্ষণীয় থ্রি পিস, ওয়ান পিস, কুর্তি, টপ্স এবং প্যান্ট সহ লাইফস্টাইল জগতের সব এক্সক্লুসিভ কালেকশন। সেই সাথে রয়েছে বাচ্চাদের জন্য অসাধারণ ডিজাইন ও বাহারি রঙ্গের পোশাকের সমাহার।

ক্রেতাদেরকে সবসময় যুগোপযোগী পোশাক ডিজাইন দিতে খুবই সচেতন “সিক্স লাইফস্টাইল”। সেই ধারা অব্যাহত রেখে এবারের ঈদ কালেকশনে প্রচুর দৃষ্টিনন্দন পোশাক এর আয়োজন করা হয়েছে প্রতিটি আউটলেটে।

প্রতিবারের ন্যায় এবারও ঈদকে কেন্দ্র করে পণ্যের গুণগত মান আরো উন্নত করা এবং পোশাক ডিজাইনে প্রচুর নতুনত্ব আনার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করেছে “সিক্স লাইফস্টাইল”। রমজানের শুরু থেকেই আউটলেট সমূহে হাজারও ক্রেতাদের নজর কেড়েছে এবারের ঈদ কালেকশন।



তাই দেড়ি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ “সিক্স লাইফস্টাইল”-এর আউটলেটে। সংগ্রহ করুন আপনার ও আপনার পরিবারের সবার জন্য পছন্দসই সকল পোশাক। আপনার ঈদ হোক আনন্দময়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir