মোঃশফিকুল ইসলাম, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর প্রেসক্লাব আয়োজিত নবনির্বাচিত পরিচালনা কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৩ এপ্রিল সন্ধায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি, বক্তব্যে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বিশ্বে তুলে ধরতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সহকারী কমিশনার ভূমি (ভারপ্রাপ্ত ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেফাজ উদ্দিন।
উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লবসহ বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক সংগঠন, শিক্ষক,সুশীল সমাজের এক অংশ, ব্যাংক, এনজিও এবং ব্যবসায়ীসহ সকল পেশাজীবীদের প্রতিনিধি।এসময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত কমিটির সভাপতি টি এম কামাল, সহ-সভাপতি আব্দুস সোবহান চাঁন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু তৈয়ব সুজয়, কার্যকরি সদস্য আল মাহমুদ সরকার জুয়েল, জহুরুল ইসলাম,দপ্তর সম্পাদক রহুল আমিন লাকু,সদস্য রোকনুজ্জামান রাসেল, আব্দুল্লাহ আল মামুন, রহুল আমিন।