রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন

ফসলি জমিত পুকুর খনন করে মাটি বিক্রি নষ্ট হচ্ছে রাস্তা ও ফসলি জমি

সিরাজগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে / ২১০ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ১০:৫৬ পূর্বাহ্ন


আব্দুর রাজ্জাক বাবু, বেলকুচি (সিরাজগঞ্জ)প্রতিনিধি:
সিরাজগঞ্জের কামারখন্দ প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে আবাদী জমিতে পুকুর খনন করে পার্শ্ববর্তী ফসলী জমি ও সরকারি রাস্তা নষ্ট করার প্রতিবাদে মানবন্ধন করেছ এলাকাবাসী।

শনিবার সকালে উপজেলার চৌবাড়ী বাজার এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে এলাকাবাসীর মধ্যে রফিকুল ইসলাম, আব্দুল মানান মধু, সাইদুল ইসলাম, গোলাম নবী, টিক্কা চৌধুরী প্রমুখ বক্তব্য রাখন।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা, অর্থদন্ড প্রদান, খননযন্ত্র জব্দ ও জড়িতদের আটক করার পরও কোন কিছুর তোয়াক্কা না করে চৌবাড়ী মৌজায় আরএস-৯৯২ খতিয়ানের ৩২৫ নং দাগের উর্বর ফসলি জমি হতে হাসান ইমাম তালুকদার, আসলাম হাসান তালুকদার বেআইনি মাটি খনন ও বিক্রয় বাণিজ্য করে আসছে। তারা ৫০ শতাংশ জমির শ্রেণি পরিবর্তন করে ১৬৫ শতাংশ জুড়ে আবাদী জমি খনন করছে।

এতে করে আশেপাশের বহু বিঘা জমি ধসের আশঙ্কা করা হচ্ছে। তারা আরও বলেন, আবাদী জমি থেকে পুকুর খনন করে গ্রামীণ সড়ক দিয়ে ট্রাকে মাটি বহন করে বিক্রি করায় সেই সড়কটিও চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। তাই প্রশাসনের কাছে আমাদের জোড় দাবি, আবাদী জমিতে পুকুর খনন বন্ধ করা এবং আবহমান কাল থেকে বিদ্যমান বর্ণিত জমি রেকর্ডীয় ফসলি শ্রেণি হতে পুকুর শ্রেণিতে রুপান্তরিত অনুমোদন
(শ্রেণি পরিবর্তন কেস নং-২৯/২০২১-২২) বাতিল করা হোক। এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) সুমা খাতুন জানান, হাসান ইমাম তালুকদারের ৫০ শতাংশ জমির শ্রেণি পরিবর্তিত হয়েছে। তাকে এই ৫০ শতাংশের বাইরে পুকুর খনন করতে নিষেধ করা হয়েছে।

একই সঙ্গে আবাদি জমিতে পুকুর খনন করে ট্রাকে মাটি বহন করে বিক্রি করে রাস্তার ক্ষতি করায় ঘটনাস্থলে গিয়ে তাক খবর দিলে তিনি পুলিশ দেখে সটকে পড়েন। বার বার নিষেধাজ্ঞার পরও যদি তিনি অতিরিক্ত জমিতে পুকুর খনন করে এবং খননকৃত মাটি ট্রাকে বহন করে বিক্রি করে রাস্তার আরও ক্ষতি করে তাহল তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir