নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ সদর উপজেলা ছোনগাছা ইউনিয়নে গুপিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে দোকান নির্মাণ করছে এক প্রভাবশালী। এবিষয়ে গুপিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ সদর উপজেলা শিক্ষা অফিসার বরাবর অভিযোগও দাখিল করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গুপিরপাড়া এলাকার মৃত আফছার মন্ডল এর পুত্র মো: আব্দুল কুদ্দুস স্কুলের জায়গা জোরপূর্বক দখল করে দোকান নির্মাণ করছে। দোকানঘর নির্মাণে প্রতিবাদ করলে প্রধান শিক্ষকের প্রাণ নাশের হুমকিও দিছে ১৪ এপ্রিল ২০২৩ইং তারিখে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল মোমিন সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য। ম্যানেজিং কমিটির সদস্যরা বার বার নিষেধ করলে প্রভাবশালী আব্দুল কুদ্দুস দোকানঘর নির্মাণ করছে।
এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, বারবার নিষেধ করা ফলেও লাঠিসোঠা নিয়ে বিদ্যালয়ের জায়গা দখল করেছে। আমি উপজেলা শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দাখিল করেছি।
সহকারী শিক্ষা অফিসার আব্দুল মোমিন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার বরাবর দাখিল করেছি।