রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

কাজিপুরে রোগীদের মাঝে চিকিৎসা জন্য চেক বিতরণ

রিপোর্টারের নাম / ৩৪৩ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩, ২:২৮ অপরাহ্ন


কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জেরর কাজিপুর উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত টাকার সমমূল্যের চেক বিতরণ করা হয়েছে।

রবিবার ১৬ এপ্রিল সকালে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর কাজিপুরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে চেক বিতরণ করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় । এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন মানবিক রাষ্ট্র নায়ক, হাজার কাজের মাঝেও তিনি অসহায় মানুষের পাশে আছেন, তার উদাহরণ হচ্ছে সমাজের পিছিয়ে পড়া অসহায় পরিবার, জেলে পরিবার, বিধবা, বয়স্ক ভাতাসহ নানাভাবে নিয়মিত অনুদানের মাধ্যমে সহায়তা দিয়ে থাকেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার,সাবেক পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলাউদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকারসহ উপজেলা প্রশাসন ও উপকারভোগীরা।

উপকারভোগীদের মধ্যে নাটুয়ারপাড়া ইউনিয়নের ঘোড়াগাছা গ্ৰামের সালেহ আহমেদের মেয়ে সুরাইয়া আক্তার (১৭) জানান, ৫০ হাজার টাকা পেয়ে তার পরিবার আনন্দিত, এখন সে চিকিৎসা নিতে পারবে।এ সময় উপজেলার ২২ জন ব্যক্তির অনুকূলে প্রতি জনে ৫০ হাজার টাকার সমমূল্যের চেক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir