মোঃশফিকুল ইসলাম, কাজিপুর (সিনাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরে আগামী ঈদুল ফিতর উপলক্ষে যাকাত বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ইসলামি ফাউন্ডেশন কাজিপুরের বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম ( ভারপ্রাপ্ত ইউএনও) কাজিপুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।বক্তব্য রাখেন উপজেলা আঃলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ রেফাজ উদ্দিন,মডেল মসজিদ কাজিপুরের পেশ ইমাম মাওলানা মুফতি মোঃ আব্দুল গাফফার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন সমাজ সেবা অফিসার আলাউদ্দিন,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার, পিআই ও একে এম শাহা আলম মোল্লা, মহিলা বিষয়ককর্মকর্তা চিত্রারানী সাহা,ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান,তথ্য অফিসার মৌসুমী বসাকসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।পরে অতিথি বৃন্দ ৫৮ জন দরিদ্র পরিবারের মাঝে যাকাতের অর্থ নগদ ৬ হাজার টাকা জনপ্রতি বিতরণ করেন