কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কাজিপুর ইউনিয়নে দরিদ্র জেলে পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ এর (চাল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে কাজিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সুবিধাভোগীদের মাঝে জন প্রতি ৮০ কেজি করে সুষ্ঠু ভাবে চাল বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের যুগ্ন সম্পাদক কামরুজ্জামান বিপ্লব।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক (অতিরিক্ত দায়িত্ব ) ইউপি সচিব মাহবুব কবির তালুকদার, ট্যাগ অফিসার, ইউপি সদস্য টিএম জাহিদুল ইসলাম শামিম, রাসেল রানা,আমিনুল ইসলামরতোতা,মন্টু মিয়া সকল সদস্যগণ,মৎস্য অফিসের অন্যান্য স্টাফ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ
কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব বলেন, ১৪৫ জন দরিদ্রদের জেলে পরিবারের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়।