মোঃশফিকুল ইসলাম, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরে পরানপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক, সোনামুখি ইউনিয়ন আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) , কাজিপুর চাল কল মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক সরকার এর ব্যক্তিগত উদ্যোগে হত দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
২০ এপ্রিল ( বৃহঃবার) দুপুর সাড়ে বারোটায় পরানপুর বাজার চত্বরে ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় একশো অসহায়-দুস্থ পরিবারের মাঝে ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী হিসেবে পেয়াজ,আলু, চাল,শাড়ি, লুঙ্গী ও থ্রী পিচ বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারচুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।
বিশেষ অতিথি ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন, সোনামুখী ইউনিয়ন চেয়ারম্যান শাহাজাহান আলী খান,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাষ্টার।উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহা আলম মাস্টারের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সদস্য শাহাদাত হোসেন রাজ, স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন সহ এলাকার গনমাণ্য ব্যক্তিবর্গ, সোনামুখী ইউনিয়ন আঃলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
এ সময় একশো হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী এবং ৫টি মাদ্রসার ছাত্রদের মাঝে পাঞ্জাবির কাপড় বিতরণ করা হয়। উল্লেখ যে আব্দুর রাজ্জাক সরকার বেশ কয়েক বছর ধরে রমজান উপলক্ষে বিভিন্ন ভাবে গরীবদের সহযোগিতা করে আসছেন।