রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

কাজিপুরে আনোয়ারা আজাদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দু:স্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম / ২১০ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ১২:২৪ অপরাহ্ন


মো: শফিকুল ইসলাম, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের লক্ষীপুর গ্রামে আনোয়ারা আজাদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে মানুষের কল্যাণে মানবিক সহায়তায় দু:স্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।বৃহঃবার২০ এপ্রিল সকালে আনোয়ারা আজাদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে আনোয়ারা আজাদ মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইন্সটিটিউট প্রাঙ্গনে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন উক্ত ফাউন্ডেশনের চেয়ারপারসন চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক এ বি এম রেজাউল করিম বুলবুল।এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব সহকারী অধ্যাপক এম নাজমুল হক এবং পরিচালক ও আনোয়ারা আজাদ মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইন্সটিটিউটের অধ্যক্ষ মোছা: মারজিয়া বেগম,সদস্য সহকারী শিক্ষক বাবলু মিয়া,আলা উদ্দিনসহ এলাকার গনমাণ্য ব্যক্তিবর্গ।

এ সময় এলাকার ২৬০টি দু:স্থ অসহায় পরিবারের মাঝে চাল, চিনি , লাচ্ছা সেমাই ও আলু বিতরণ করা হয়। উল্লেখ্য যে, উক্ত ফাউন্ডেশনটি এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানসহ শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে অবদান রাখছে এবং প্রতিবছর ঈদ সামগ্রী বিতরণ করে আসছে ।

উপহার পেয়ে কাজিপুর উপজেলা সোনামুখি গ্রামের পূর্ব পাড়া গুচ্ছ গ্রামের সুখিতন বেওয়া জানান,চাল, চিনি, সেমাই ও আলু পেয়ে ভালোই হয়েছে, কেনার সামর্থনেই এগুলো নিয়ে ঈদ কাটাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir