রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন

দলীয় নেতাকর্মী ও তৃণমুলের মানুষের সাথে সিরাজগঞ্জ-৫ আসনের এমপির ব্যতিক্রমী ঈদ পূর্নমিলনী

রিপোর্টারের নাম / ২৪৭ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ৪:২৪ অপরাহ্ন



নিজস্ব প্রতিবেদক:
বেলকুচি ও এনায়েতপুরে সাধারন জনতা ও দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ পূর্ণমিলনী করেছেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল। মঙ্গলবার সকালে এনায়েতপুর মুসফিকা আনাম স্মৃতি পাঠাগার চত্বরে স্থানীয় সাধারন জনতার সাথে ঈদ পূর্ণমিলনীতে অংশ নেন এমপি। এখানে এলাকার শিক্ষক, ব্যবসায়ী, তাঁত শ্রমিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া গত দু দিন ধরে বেলকুচি উপজেলার প্রায় ১১ টি স্থানে ঈদ পূর্নমিলনীতে এমপির সঙ্গে সাধারন মানুষ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত হন।

 

সেখানে এলাকায় চলামান উন্নয়ন কর্মকান্ডের খোজ খবর, এলাকার নানা সমস্যা ও উন্নয়নে নতুন নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। গ্রামে ঘুরে ঘুরে সাধারন মানুষের সাথে ঈদ পরবর্তী সাক্ষাৎ করে কোন এলাকায় রাস্তা-ঘাট, সেতু, মসজিদ, কবরস্থান সহ খেলার মাঠের উন্নয়ন দরকার তা জনতার মুখে শুনে নোট করে নেন এমপি মমিন মন্ডল। এছাড়া আসন্ন সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে আবারও ভোট প্রাথর্না করেন তিনি। মমিন মন্ডল এমপি বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।

তার পিতা প্রয়াত হাজী আব্দুল মজিদ মন্ডল সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ডল গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ছিলেন। দলের সাধারন কর্মী ও তৃণমুলের মানুষ বলছেন বিগত সময়ে অনেক এমপি ছিল তবে কেউ এভাবে তৃণমুলের কাছে ছুটে আসেনি।

এমপির এমন গ্রামাঞ্চলে ছুটে এসে ঈদ পূর্নমিলনী সত্যিৎ স্মরনীয় হয়ে থাকবে। এদিকে দিন ব্যাপী এসব কর্মসূচিতে বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা দেলখোশ আলী প্রাং, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু, সহসভাপতি রাশেদুল ইসলাম সিরাজ ও সাধারন সম্পাদক আজগর আলী বিএসসি ও জেলা পরিষদ সদস্য আমিনুল ইসলাম আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir