রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন

সে আমার উচ্চতার দোহাই দিয়ে ব্রেকআপ করেছিল :মৌসুমী হামিদ

রিপোর্টারের নাম / ৩৯২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ৭:২৮ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:
গত ৩ আগস্ট রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের ১২ জন কাল্পনিক মন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন ভালোবাসা সম্পর্কে।


তার কথায়, ‘অনেক মারামারি, খুনোখুনি দেখলাম। ভায়োলেন্স দেখলাম। কিছুদিন প্রেম দেখি, একটু প্রেম শিখি। এখনকার মানুষের মধ্যে প্রেম কম, তাই প্রেম প্রেম জিনিস বেশি দেখানো উচিত। ’

উচ্চতার কারণে ব্যক্তিগত জীবনে বেদনাদায়ক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল মৌসুমীকে। তিনি বলেন, ‘উচ্চতার জন্য আমার প্রেম ভেঙেছিল। আমি একটা প্রেম করতাম। ছেলেটা আমার চেয়ে উচ্চতায় ছোট ছিল। সে আমার উচ্চতার দোহাই দিয়ে ব্রেকআপ করেছিল। এটা খুব কষ্ট দিয়েছে। ’

ভালোবাসার রহস্য সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘মৌসুমী হামিদ জীবনে যে কয়টা প্রেম করেছে, সব কয়টাই সিরিয়াস প্রেম। তাই তো মৌসুমী হামিদের সঙ্গে প্রেম করে বুঝতে হবে ভালোবাসার রহস্য। এভাবে তো বলে দেওয়া যাবে না (হাসি)। ’

প্রেমের পর বিয়ে নিয়েও উচ্চতার সমস্যায় পড়েছেন মৌসুমী হামিদ। ছেলে দেখে পছন্দ হলেও তার সমান উচ্চতার ছেলে মিলছে না। মৌসুমী বলেন, ‘লম্বা ছেলে তো খুঁজেই পাওয়া যায় না। আমার উচ্চতা ৫ ফুট সাড়ে ৯ ইঞ্চি। এই উচ্চতার ছেলে মেলানোর চেষ্টা করছি। মিলছে না। আমার উচ্চতার সমান ছেলে পেলে যেকোনো মুহূর্তে বিয়ে করে ফেলব। ’

এরই মধ্যে ‘নয়া মানুষ’, ‘যাপিত জীবন’ ও ‘১৯৭১ সেই সব দিন’—তিনটি ছবির শুটিং ও ডাবিং শেষ করেছেন মৌসুমী হামিদ। অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেই সব দিন’ ছবিটি মুক্তি পাবে চলতি মাসের ১৮ তারিখে।

এতে মৌসুমী হামিদ ছাড়াও আরও আছেন মামুনুর রশীদ, আবুল হায়াত, জয়ন্ত চট্রোপাধ্যায়, ফেরদৌস আহমেদ, লিটু আনাম, তারিন জাহান, হৃদি হক, সজল নূর, সানজিদা প্রীতি, নাজিয়া হক অর্ষা, আনিসুর রহমান মিলন, জুয়েল জহুর, সাজু খাদেম, গীতশ্রী চৌধুরি, শিল্পী সরকার অপু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir