রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন

জায়েদ খানের টানে ঢাকায় কলকাতার নায়িকা সায়ন্তিকা!

রিপোর্টারের নাম / ৪১১ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বুধবার, ৩০ আগস্ট, ২০২৩, ৭:১৭ অপরাহ্ন



মারুফ সরকার :
‘ছায়াবাজ’ নামে নতুন একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান তার বিপরীতে অভিনয় করবেন কোলকাতার জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি, তবে গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর বিস্ময় প্রকাশ করেছিলেন স্বয়ং জায়েদ খান নিজেই।

তবে এবার সেসব গুঞ্জন উড়ে গেল নিমিষেই, বুধবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে সায়ন্তিকাকে শুভেচ্ছা জানাতে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‍ছুটে গেলেন জায়েদ খান।নিজের ভেরিফায়েড ফেসবুকে নায়িকার সঙ্গে চারটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবির ক্যাপশনে জায়েদ খান লিখেছেন, ‘ছায়াবাজ।’ শেষে ভালোবাসার একটি ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।

তবে কেন এত নাটকিয়তা? উত্তরে জায়েদ বলেন, সায়ন্তিকার সঙ্গে আমি কাজ করছি এটা আমি প্রথম এক দৈনিক পত্রিকায় দেখি। বিষয়টি দেখে অবাক হয়েছি! কারণ আমি নিজেই জানতাম না। মূলত তখন আমাকে কনর্ফাম না করেই সংবাদমাধ্যমে বিষয়টি জানিয়ে দিয়েছিল কেউ। ফলে বিষয়টি আমার কাছে ‘মিথ্যে’ মনে হয়েছিল।’
তখন জায়েদ খান সংবাদ মাধ্যমে বলেছিলেন, আলোচনায় আসার জন্যই কেউ এসব সংবাদ করেছেন। এ রকম কোনো প্রজেক্টের সঙ্গে আমার চুক্তি হয়নি। আসলে তারা জানে, জায়েদ খানের সঙ্গে নাম জড়ালে ভাইরাল হতে পারবে তাই তারা এটা করেছে।

তিনি আরও বলেন, সম্প্রতি দুই দিন এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি আমি। আজ দুপুরে (নায়িকা) ঢাকা এসেছেন। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ করি। আজই আমরা সায়ন্তিকাকে নিয়ে কক্সবাজার যাচ্ছি। সেখানে টানা শুটিং করব।’


এদিকে ঢাকায় পৌঁছে সায়ন্তিকা নিজে তার ভেরিফায়েড ফেসবুক পেইজে দুটি ছবি পোস্ট করেছেন ক্যাপশনে লিখেছেন, বাংলাদেশ, ইউথ লাভ সায়ন্তিকা, জায়েদ খান… বিমানবন্দরের সে ছবিতে আরও দেখা যায় ভারতের জনপ্রিয় নির্মাতা রাজীব কুমার বিশ্বাসকে।

‘ছায়াবাজ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন জায়েদ-সায়ন্তিকা। সিনেমাটি নির্মাণ করছেন তাজু কামরুল।

এর আগে সায়ন্তিকাকে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমায় দেখা গিয়েছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নকাব’ সিনেমায় শাকিব খানের নায়িকা ছিলেন সায়ন্তিকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir