রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন রশিদ খান

রিপোর্টারের নাম / ৩৪৭ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে রবিবার, ৮ অক্টোবর, ২০২৩, ৬:১৩ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে হাজার-হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত শনিবার (৭ অক্টোবর) আফগানিস্তানে হওয়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন দেশটির লেগ স্পিনার রশিদ খান। চলমান বিশ্বকাপ থেকে পাওয়া ম্যাচ ফির পুরো অর্থ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দান করার ঘোষণা দিয়েছেন তিনি। 

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘আফগানিস্তানের পশ্চিম প্রদেশে (হেরা, ফারাগ এবং বাডঘিস) ভূমিকম্পের করুণ পরিণতি সম্পর্কে জেনে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। ক্ষতিগ্রস্থ লোকদের সাহায্যে বিশ্বকাপ থেকে পাওয়া আমার সব ম্যাচ ফি দান করবো। শীঘ্রই সাহায্য করতে পারবে এমন লোকদের নিয়ে আমরা তহবিল গঠন করবো।

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ২ হাজারের বেশি মানুষ মারা গেছেন। রোববার (৮ অক্টোবর) তালেবান সরকারের মুখপাত্র মৃতের এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। দুই দশকের মধ্যে দেশটিতে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প এটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir