পিরোজপুর প্রতিনিধি:
“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি”, এই শ্লোগান নিয়ে পিরোজপুরের ইন্দুরকানীতে পালিত হয়েছে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস। শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের আয়োজনে র্যালী, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনিক সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: আবুবক্কর সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধাান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট এম মতিউর রহমান ।
আরও এসময়ে বক্তব্য বলেন, বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক মনিরুজ্জামান সিকদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মশিদুল হক, ইন্দুরকানী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার নুরুজ্জামান শরিফ, রুপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আজাদ হোসেন বাচ্চু, ইন্দুরকানী রেড ক্রিসেন্টের যুব সদস্য হাসিব আহমেদ ইমন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মো: ইব্রাহীম,বীর মুক্তিযোদ্ধা আ: লতিফ হাওলাদার, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মাহামুদুল হক দুলাল, মৃধা: মো: মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিদুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: সোহাগ হোসেন, ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি জে আই লাভলু, সাধারন সম্পাদক শাহাদাত হোসেন বাবু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক উত্তম সাহা প্রমুখ।
এসময়ে বক্তারা বলেন, বাংলাদেশ একটি দূর্যোগ প্রবণ এলাকা। প্রতি বছর দুর্যোগের কারনে আমাদের দেশে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তাই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগে ভাগে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। দুর্যোগের কারনে জানমালের যাতে ক্ষয়ক্ষতি না হয় সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। দুর্যোগ মোকাবিলায় সবাই সচেতন হলে দূর্ঘটনা অনেকাংশে রোধ হবে।