রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন

পোলার আইসক্রিম কর্তৃপক্ষকে জরিমানা

রিপোর্টারের নাম / ৫২৫ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩, ৪:৫৯ অপরাহ্ন

  • নিজস্ব প্রতিবেদক: 

মেয়াদ উত্তীর্ণ পণ্য বি‌ক্রি ও এবং বি‌ভিন্ন পণ্য প্রস্তু‌তের তা‌রিখ না থাকা ও মোবাইল কোটে সহযোগীতা না করাসহ বি‌ভিন্ন অপরা‌ধে রাজধানীর তেজগাঁও পোলার আইসক্রিম কতৃপক্ষকে ৫ লাখ টাকা জ‌রিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। জরিমানা পরিশোধ না করলে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

 

রবিবার দুপু‌রে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালিত মোবাইল কোর্টে এই জ‌রিমানা করা হয়। বাংলা‌দেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট
ইশরাত ছিদ্দিকার নেতৃ‌ত্বে অভিযান‌টি প‌রিচালনা করা হয়।

 

অভিযা‌নে আইসক্রিমের লে‌বেলবিহীন খাদ্যদ্রব্য রাখা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, মোবাইল কোর্ট সহযোগীতা না করার অপরা‌ধে অস্বাস্থ্যকর সব আইসক্রিম জব্দ করা হয়। প‌রে পোলার আইসক্রিম কতৃপক্ষের
উপ‌স্থি‌তি‌তে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুসারে ৫ লাখ টাকা জ‌রিমানা ও অনাদা‌য়ে এক মা‌সের কারাদণ্ডের আ‌দেশ দেন নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট ইশরাত ছিদ্দিকা ।

 

ইশরাত ছিদ্দিকা ব‌লেন,” তা‌দের এখা‌নে যে‌হেতু অভিযান তাই এবার তাদের‌কে আমরা আইন অনুযা‌য়ী সর্বনিম্ন ৫ লাখ টাকা জ‌রিমানা ক‌রে‌ছি এবং তা‌দের‌কে আমরা সময় দি‌য়ে‌ছি। পরবর্তী‌তে য‌দি তা‌দের এই সমস্ত অপরাধ ধরা পড়ে তাহ‌লে আমরা তা‌দের‌কে বড় ধর‌নের জরিমানার আওতায় আন‌বো। আর কোনো সু‌যোগ দেবো না।” এছাড়া তিনি জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir