রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন

যুবলীগনেতা আলী আসলামের ধর্ষনের শিকার তরুণীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

রিপোর্টারের নাম / ৫৮১ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৫:৪৫ অপরাহ্ন

  • নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলামের ধ*র্ষণের শিকার সাদিয়া আফরিন ওরফে সম্পা(২৪) বি*ষপান করে আত্মহত্যা করার চেষ্টা করেছেন। সে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ভেটুয়া জগন্নাথপুর গ্রামের আব্দুর রশীদের মেয়ে।গতকাল সকাল ৯ টায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়।

সাদিয়া আফরিন জানান,আলী আসলাম চাকুরী দেবার কথা বলে সিংড়াবাড়ী তার নিজ বাসায় ডেকে নিয়ে জোড়পুর্বক ধর্ষণ করে গোপন ক্যামেরায় ভিডিও কিরে রেখে দেয়। ঐদিন বাসায় কেউ না ছিলনা। গত একবছর যাবৎ বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোংরা ভিডিও ছড়িয়ে দেবার হুমকি দিয়ে বারবার ধর্ষণ করেছে।

উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজির কাছে বারবার বিচার চেয়েও বিচার পাইনি। তাই বাধ্য হয়ে আলী আসলামের বাড়ীতে বিয়ের দাবীতে অনশন শুরু করি। তখন সে বিয়ে করবে এই প্রতিশ্রুতি দিয়ে আমাকে আরিফের বাসায় নিয়ে যায়।

এরপর রিভলভার দেখিয়ে আমার পরিবারের সদস্যদের জিম্মি করে লিখিত ও ভিডিও স্বীকারোক্তি নেয় যে আমার কোন অভিযোগ নেই।তারপর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে সবাই আমাকে দোষারোপ করতে থাকে, আমি লজ্জায় উপায় না পেয়ে বিষপান করে আত্মহত্যার পথ বেছে নেই। সাংবাদিক,পুলিশ প্রশাসন ও দেশের জনপ্রতিনিধিদের কাছে আমার আকুল আবেদন আপনার আমার পাশে দাঁড়ান, এখনো আমার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে আলী আসলামের ফোনে বার বার ফোন দিলেও উনি কল রিসিভ করেননি।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, আমরা অভিযোগ পেয়েছি, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir