রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন

তিস্তা-কুড়িগ্রাম রেললাইনের নাট-বল্টু খুলে নিল দুর্বৃত্তরা

রিপোর্টারের নাম / ৪০৩ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৯:১১ অপরাহ্ন

  • কুড়িগ্রাম প্রতিনিধিঃ 

তিস্তা-কুড়িগ্রাম রেলপথে রাজারহাটের ঠাঁটমারী বধ্যভূমি রেল ব্রীজের ওপরের রেললাইনের বিটের পিন (নাট-বল্টু) খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রেল নাশকতা করতে দূর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে বলে আশংকা করছে রেল কর্তৃপক্ষ।

খবর পেয়ে বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, জেলা পুলিশ সুপার আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার কাবেরী রায়,সহকারী কমিশনার (ভুমি) এ বি এম আরিফুল হক, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান ও রাজারহাট থানার ওসি তদন্ত ওয়াহেদুল ইসলাম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় ওই সেকশনে ট্রেন যাতায়াত না থাকায় কর্তৃপক্ষ দ্রুত সময় লাইন মেরামত করেন। এ কারণে ট্রেন চলাচলের কোন ব্যাঘাত ঘটেনি বলে জানা গেছে। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না,তা ও খতিয়ে দেখছে প্রশাসন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আনুমানিক ১১টায় দিকে রেললাইনে এই ত্রুটির খবর পান বলে রাজারহাট রেল স্টেশন মাস্টার মাইদুল ইসলাম জানান। স্টেশন মাস্টার মাইদুল ইসলাম বলেন,গোয়েন্দা সংস্থার মাধ্যমে রেললাইনের(সিলিপার পিন) বিটের নাট-বল্টু খুলে ফেলার খবর পাই। পরে আমি রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি জানাই। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন রেলের ঊর্ধ্বতন উপ-সহকারী-প্রকৌশলীসহ নির্মাণ কাজে নিয়োজিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা। তিনি আরও বলেন,শ্রমিকরা রেললাইনের বিটের খুলে ফেলা নাট-বল্টু পুনঃসংযোজনের কাজ শেষ করার পর সন্ধ্যা ৭টায় কাউনিয়া থেকে কুড়িগ্রাম শার্টল ট্রেন চলাচল করবে।

রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার কাবেরী রায় বলেন, প্রশাসনের কর্মকর্তারাসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা এসে রেললাইনের বিটের নাট-বল্টু খুলে ফেলা অবস্থায় দেখতে পেয়েছি। ঘটনাটি চুরি না কি,অন্য কোনো উদ্দেশ্যে সংঘঠিত-এ প্রসঙ্গে তিনি বলেন,

ঘটনাটি কারা,কী উদ্দেশ্যে সংঘটিত করেছে এবং যারা জড়িত, তাদের শনাক্ত করে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

টিপিএন২৪/ এইচ এইচ 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir