নওগাঁর বদলগাছীতে নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৬ জনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (২১ ডিসম্বর) রাতে বদলগাছী উপজেলার মাহমুদপুর এলাকা থেকে ২৪ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নওগাঁর বদলগাছীর মাহমুদপুরের বাসিন্দা মৃত মন্টু হোসেনের ছেলে মোঃ পিটু হাসন (২৬), একই উপজেলার পাঁচঘরিয়া একালার বাসিন্দা মৃত হাতেম আলীর ছেলে মোঃ গােলজার হাসান (৪৪), উপজেলার মাহমুদপুরের মৃত জাকির হাসান এর ছেলে মোঃ সাবহান হাসন (২৬), মাহমুদপুরের বাসিন্দা মোঃ আবুল হোসেন এর ছেলে মোঃ রাসেল হোসেন (৩২), একই উপজেলার শ্যামপুর এলাকার বাসিন্দা শ্রী সুশিল পাহান এর ছেলে শ্রী জয় পাহান (২৪), এবং মাহমুদপুরের মোঃ জব্বার হোসেন এর ছেলে মোঃ উজ্জল হাসন (৩৫)।
আটককৃদের বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধার হওয়া আলামতসহ তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব।
টিপিএন২৪/ এইচ এইচ