আরিফ হোসেন রুদ্র, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
আজ বিকেলে পৌর মাছ বাজার ব্যবসায়ীদের নিয়ে এক সমাবেশের আয়োজন করা হয়। সে সময় পৌর আওয়ামী লীগের আহব্বায়ক জামশেদ কবির বাক্কী বিল্লাহ বলেন, আমি আজ পর্যন্ত যত রাজনৈতিক দলগুলো মাঠে দেখেছি এবং বারবার রাজনৈতিক দলগুলো বয়াতি বাড়ি , সরদার বাড়ি এই দুই বাড়ির জনগণ যদি একসাথে হয়ে রায়পুর বাজারে দাঁড়ায় তাহলে কোন অপশক্তি নেই নৌকা মার্কাকে অপরাজিত করে। তিনি আরো ব্যক্ত করেন সাত জানুয়ারি পৌর ৩ নং ওয়ার্ড , তিন নম্বর ওয়ার্ড , ৮ নম্বর ওয়ার্ড এই তিন ভোট কেন্দ্রে দলমত নির্বিশেষে একসঙ্গে হয়ে কাজ করার জন্য।
সে সময় আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার দুই দুই বারের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য প্রার্থী এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন। উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ, সাবেক মেয়র বাবুল পাঠান এবং বর্তমান মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট , পৌর তিন নং ওয়ার্ডের কমিশনার ইউসুফ বিএসসি, নয় নম্বর ওয়ার্ড কমিশনার রুবেল প্রধানীয়া আরো উপস্থিত ছিলেন রায়পুর মাছ বাজার পাইকার সমিতির সভাপতি তৌহিদ , সাধারণ সম্পাদক এনায়েত হোসেন শান্ত, তাঁতী লীগের সাধারণ সম্পাদক মোবারক সরদার । ছাত্রলীগ, যুবলীগ, অঙ্গ সংগঠন উপস্থিত ছিলেন।