রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন

হায়দরগন্জ ৫৯ তম আজিমুশ্বান ইছালে ছাওয়াব মাহফিল

রিপোর্টারের নাম / ২২৭ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৭:৩৬ অপরাহ্ন

আরিফ হোসেন রুদ্রঃ

বিশ্বের সব মুসলিম উম্মাহর শান্তি, মুক্তি ও উন্নতি কামনা এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে মুসলিমদের ওপর নির্যাতনের অবসান ও দেশবাসীর কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে হায়দরগন্জ ৫৯ তম বার্ষিক আজিমুশ্বান ইছালে ছাওয়াব ওয়াজ মাহফিল শেষ হয়েছে।

রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে শুরু করে প্রায় আধাঘণ্টা স্থায়ী আখেরি মোনাজাত পরিচালনা করেন উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন চট্টগ্রাম আন্দরকিল্লা জামে মসজিদের খতিব আওলাদে রাসূল আলহাজ্ব হযরত মাওলানা সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরি আলমাদানী সাহেব ।

১লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার মাহফিল শুরু করে এবং ৪ ফেব্রুয়ারি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়। লাখ লাখ মুসলিমের ক্রন্দন আর আমিন আমিন ধ্বনীতে মাহফিল এলাকায় এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। মাহফিলের মাঠ উপচে পড়া আশপাশের রাস্তার অলিগলিতে, দোকান, বাগান, আঙ্গিণা সহ বিস্তির্ণ এলাকা জুড়ে লাখ লাখ মুসলিম মোনাজাতে অংশগ্রহণ করেন। মাহফিল শেষে সড়কে বাড়িতে ফিরতে শুরু করেছেন মুসল্লিরা। সড়কপথে ফেরায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

উক্ত মোনাজাতে বিভিন্ন পেশার মানুষ সহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। এই ছাড়াও বিভিন্ন দেশের ধর্মপ্রাণ বাংলাদেশি মুসল্লিরা বিভিন্ন যোগাযোগের মাধ্যমে মোনাজাতে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir