রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন

বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফ সন্ত্রাসী নিহত

অনলাইন ডেস্ক: / ২০৩ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৯:১৯ অপরাহ্ন

বান্দরবানের রুমা উপজেলার দার্জিলিং পাড়ায় যৌথবাহিনীর অভিযানে ‘কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ)’ এর এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছেন। এসময় তল্লাশি অভিযান চালিয়ে ৩টি একে-২২ রাইফেল ১টি শটগান, ৭১ রাউন্ড তাজা অ্যামোনিশন, ১৫৭ রাউন্ড শটগান অ্যামোনিশন, বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামাদি, ১টি ড্রোন, ৩টি জুম্মল্যান্ডের পতাকা, মোবাইল ফোন ও ওয়াকিটকি সেট জব্দ করা হয়। এই অভিযানে যৌথবাহিনীর সদস্যরা ‘কেএনএ’ সন্ত্রাসীদের ব্যবহারকৃত বাঙ্কার ও পর্যবেক্ষণ চৌকি ধ্বংস করে দেয়।

গোয়েন্দা সূত্রের ভিত্তিতে নিশ্চিত হয়ে যৌথবাহিনীর সদস্যরা মঙ্গলবার ৭ সকালে রুমা-বগালেক-কেওক্রাডং সড়ক সংলগ্ন দার্জিলিং পাড়া ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। এসময় ‘কেএনএ’ সন্ত্রাসীরা টহল দল লক্ষ্য করে গুলি চালায়। সেনা সদস্যরা পাল্টা জবাব দেয়। এতে ‘কেএনএ’ এর এক সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।


রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তবে এ বিষয়ে বিস্তারিত কোন তথ্য বা নিহতের নাম ও পরিচয় সম্পর্কে তিনি কোন তথ্য জানাতে সম্মত হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir