রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে পৌনে ৫ লাখ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে

নিজস্ব প্রতিবেদক: / ৩৫০ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ৬:৫৯ অপরাহ্ন



সিরাজগঞ্জে ৪ লাখ ৮১ হাজার ৬৭০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৫৩ হাজার ৫৪২ শিশুকে খাওয়ানো হবে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ২৮ হাজার ১২৮ জন শিশুকে খাওয়া হবে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সিভিল সার্জন ডা. রামপদ রায় এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ১ জুন (শনিবার) জেলার ১৫টি স্থায়ী ও ২ হাজার ১১২টি অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এছাড়াও শিশুদের টিকাদানের পাশাপাশি অভিভাবক এবং জনসাধারনের মাঝে পুষ্টি বার্তা প্রচার করা হবে।

সাংবাদিক সম্মেলনে ডেপুটি সিভিল সার্জন ডা. রিয়াজুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুল কুদ্দুস, হারুন-অর-রশিদ খান হাসান, ফেরদৌস রবিন, ইসরাইল হোসেন বাবু সহ সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir