রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:০১ অপরাহ্ন

ফাইনালে ভারতের একাদশে থাকছে চমক!

অনলাইন ডেস্ক: / ২৩০ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শনিবার, ২৯ জুন, ২০২৪, ১:২৬ অপরাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ফাইনালে মুখোমুখি হবে টুর্নামেন্টের দুই অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা ও ভারত। প্রথমবারের মত আইসিসি বিশ্বকাপ ইভেন্টের ফাইনালে উঠেই বাজিমাত করতে চায় প্রোটিয়ারা। প্রথম বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার। অন্যদিকে, ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া ভারতের চোখ দ্বিতীয় শিরোপা ঘরে তোলা। শনিবার (২৯ জুন) বার্বাডোজের ব্রিজটাউনে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

ফাইনালে ভারতের একাদশ কেমন হবে তা নিয়ে চলছে আলোচনা। বিশেষ করে পুরো আসরেই ভারতের ওপেনিং জুটি দলকে বড় রান এনে দিতে ব্যর্থ হয়েছে। সাধারণত ফাইনাল ম্যাচে দলগুলো একাদশে পরিবর্তন আনে না। তবে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের একাদশে আসতে পারে পরিবর্তন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ- 

রোহিত শর্মা: ওপেনার হিসাবে রোহিত শর্মার জায়গা নিয়ে কোনও সংশয় নেই। চলমান বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন তিনি। ফাইনালেও রোহিতের থেকে দারুণ কিছুর প্রত্যাশা সমর্থকদের।

যশস্বী জয়সওয়াল: ফাইনাল ম্যাচ হলেও তাকে একাদশে রাখতে পারে ভারত। যশস্বীর অভিজ্ঞতা রয়েছে আছে। দলের সঙ্গে অনেক দিন ধরে রয়েছেন। ফাইনালে রোহিতের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে তাকে।

বিরাট কোহলি: ওপেনিংয়ে অনেকগুলো ম্যাচ খেললেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি কোহলি। সাত ম্যাচে তার ব্যাট থেকে এসেছে কেবল ৭৫ রান। ওপেনিংয়ের থেকে তিন নম্বর জায়গায় কোহলি বেশি স্বাচ্ছন্দ্য। তাই ফাইনালে তাকে পুরনো জায়গায় নামতে দেখলে অবাক হওয়ার কিছু নেই।

সূর্যকুমার যাদব: আগের ম্যাচগুলোতে ওপেনারেরা ব্যর্থ হলেও সূর্যকুমার মান রাখছেন। সেমিফাইনালে সূর্যকুমার-রোহিতের জুটি না বাঁধলে ভারতকে বিপদেই পড়তে হতো। যদি ওপেনাররা আবারও ব্যর্থ হন, তা হলে সূর্যকেই রান করতে হবে।

ঋষভ পন্থ: দলের প্রয়োজনে এত দিন পন্থ তিনে নেমেছিলেন। খুব খারাপ খেলেছেন, তা বলা যাবে না। তবে ফাইনালে দলের প্রয়োজনে পন্থকে পাঁচে নামতে হতে পারে।

হার্দিক পাণ্ডিয়া: ব্যাট হাতে হার্দিকের অবদান প্রায় প্রতি ম্যাচেই দেখা যাচ্ছে। মাঝের দিকে নেমে দায়িত্বশীল ইনিংস খেলেছেন। ফাইনালে বল হাতেও বড় ভূমিকা রাখতে হবে তাকে।

রবীন্দ্র জাদেজা: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ খুব একটা ভালো যায়নি জাদেজার।  ব্যাটে-বলে অনেকটাই নিষ্প্রভ ছিলেন তিনি। ফাইনালে জাদেজার ব্যাটিং বা বোলিং থেকে দায়িত্বশীল অবদানের আশা রাখছে দল।

অক্ষর প্যাটেল: লোয়ার অর্ডারে ভারতের সবচেয়ে ভালো বিকল্প। চলমান বিশ্বকাপেও রয়েছেন ভালো ছন্দে। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে দ্রুত কিছু রান তুলে দিচ্ছেন। বল হাতে ওয়েস্ট ইন্ডিজের পিচে বাড়তি সুবিধাও পাচ্ছেন অক্ষর।

যশপ্রীত বুমরা: তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। চোট সারিয়ে ফিরে আসার পর থেকে বুমরা পিছনে ঘুরে তাকানোর মতো কোনও ইঙ্গিত দিচ্ছেন না। একের পর এক ম্যাচে ভালো বল করছেন। ডেথ ওভার এবং জুটি ভাঙার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য।

কুলদীপ যাদব: সেমিফাইনালে একার হাতে ইংল্যান্ডের মিডল অর্ডার ধসিয়ে দিয়েছিলেন। তার ‘চায়নাম্যান’ বোলিং ভারতকে সাহায্য করছে। বার্বাডোজের পিচেও কুলদীপের ভাল বোলিং দেখার অপেক্ষায় দল।

আর্শদীপ সিং: চলমান বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় দুই নম্বরে রয়েছেন। ফাইনালে তিনটি উইকেট পেলেই সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে যাবেন। এটাই ভাল খেলার অনুপ্রেরণা হতে পারে আরশদীপের কাছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir