রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন

৮ জেলায় পানিবন্দি সাড়ে ৪ লাখ পরিবার, মারা গেছে দুজন

নিজস্ব প্রতিবেদক / ১৯২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৩:০১ অপরাহ্ন

ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়ীয়ায় বন্যায় এখন পর্যন্ত দুজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। দুজনের মধ্যের একজন ফেনীর ও একজন ব্রাহ্মণবাড়িয়ার। এখন পর্যন্ত এই ৮ জেলায় ৪ লাখ ৪০ হাজার ৮৪০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

আজ বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, ৮ জেলার ৫০ উপজেলা বন্যা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত ইউনিয়নের সংখ্যা ৩৫৭টি।


মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২৯ লাখ ৪ হাজার ৯৬৪ জন। এখন পর্যন্ত মোট ১ হাজার ৫৩৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এরই মধ্যে আশ্রয়কেন্দ্রগুলোতে মোট ৭৫ হাজার ৬৬৮ জন লোক ও ৭ হাজার ৪৫৯টি গবাদিপশুকে আশ্রয় দেওয়া হয়েছে।


মন্ত্রণালয় জানিয়েছে, এই ৮ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ৪৪৪টি মেডিকেল টিম চালু রয়েছে। বন্যাকবলিত জেলাগুলোয় ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সার্বক্ষণিক নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। তথ্য ও সহযোগিতার জন্য চালু রয়েছে ০২৫৫১০১১১৫ নম্বরটি চালু রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir