রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন

পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ ৮ জন নিহত

পিরোজপুর প্রতনিধি: / ১৪৩ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৯:৫৮ পূর্বাহ্ন



পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে শিশুসহ আটজন নিহত হয়েছেন। এদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন।

বুধবার (৯ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে সদর উপজেলার কদমতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজন পুরুষ, দুইজন নারী ও চারজন শিশু। এদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন মোতাহার, তার স্ত্রী সাবিনা, মেয়ে মুক্তা ও ছেলে শোয়াইব।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ২টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিস দুর্ঘটনার খবর পায়। এরপর পিরোজপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

গাড়িতে থাকা সবাই মারা গেছেন বলে ধারণা ফায়ার সার্ভিসের। মরদেহ বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে রাখা আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir