রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন

কেমন পাত্র চাই রাশ্মিকার?

অনলাইন ডেস্ক: / ৭৭ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৯:৩৮ অপরাহ্ন

‘পুষ্পা ১’-এর মতোই ‘পুষ্পা ২’ সিনেমাতেও রাশ্মিকা মান্দনার অভিনয় ও নাচ প্রশংসা কুড়াচ্ছে। নায়িকার কেবল অভিনয় জীবনই নয়, বার বারই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসে তার ব্যক্তিগত তথা প্রেমজীবনও। ধাপে ধাপে সম্পর্কে সিলমোহর দিচ্ছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশ্মিকা মান্দানা! বহু দিন ধরেই বিনোদন পাড়ায় তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা। সেই জল্পনাকে পরোক্ষ ভাবে স্বীকৃতির দিলেও সংবাদমাধ্যমের সামনে এখনও মুখে কুলুপ এঁটে রেখেছেন যুগলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশ্মিকা জানিয়েছেন, কেমন পাত্র চাই তার।

সম্পর্ক নিয়ে মুখ না খুললেও রাশ্মিকা স্পষ্ট জানিয়েছেন কেমন জীবনসঙ্গী চাই তার। নায়িকা বলেন, ‘‘আমার জীবনের প্রতিটি পর্বে আমার পাশে থাকবে এমন সঙ্গী চাই আমার। আমার সেই স্বান্ত্বনা, নিরাপত্তা এবং সহানুভূতি দরকার।’’

জবাবে নায়িকা আরও বলেন, ‘‘আমার জন্য সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সম্মান। একে অপরকে সম্মান করা, যত্ন করা, পাশে থাকা— সম্পর্কের সমীকরণ এতেই মজবুত হয়ে ওঠে। আমার সঙ্গী যে হবে, সে যেন আমায় খুব ভালোবাসে, আমার যত্ন করে, এক জন ভালো হৃদয়ের মানুষ হয়। আমি ওই রকমই, তাই আমার সঙ্গীকেও এমনই হতে হবে। আমার মনে হয়, আমি যে রকম সঙ্গী ঠিক তার উল্টো হলে আমাদের সম্পর্ক বেশি দিন টিকবে না।’’

রাশ্মিকা মনে করেন, প্রেমের সম্পর্কে বন্ধুত্ব থাকাটাও জরুরি। অভিনেত্রী বলেন, ‘‘সঙ্গী এমন বন্ধু হবে যে ভালো দিনেও আপনার পাশে থাকবে, আবার খারাপ দিনেও আপনার হাত শক্ত করে ধরে রাখবে।’’

রাশ্মিকার প্রথম বিয়ে খুব বেশি দিন টেকেনি। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘গীত গোবিন্দম’ ছবিতে বিজয়ের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেন রাশ্মিকা। ছবি মুক্তি পাওয়ার পর বিজয় এবং রাশ্মিকার সম্পর্কের রসায়ন মনে ধরে যায় দর্শকের। অনেকেই মনে করেন, বিজয়ের সঙ্গে সম্পর্ক গাঢ় হওয়ার কারণেই নাকি বিয়ে ভেঙে দেন রাশ্মিকা। তবে সম্পর্ক নিয়ে রাশ্মিকা এবং রক্ষিত কেউই মুখ খোলেননি। এখন বিজয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করলেও সম্পর্কে নিয়ে খুব বেশি চর্চা হোক তা কখনই চান না রাশ্মিকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir