সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে শিশু কন্যাকে হত্যার পর বস্তাবন্দী করে পালাল সৎমা শিগগিরই ‘শক্তিশালী আন্দোলন’ শুরু হবে: নাহিদ টঙ্গীতে মোবাইল ছিনতাই করতে গিয়ে গার্মেন্টস শ্রমিক মাহফুজকে হত্যা পুরান ঢাকায় সোহাগ হত্যা; আনসার সদস্যদের দায়িত্ব অবহেলার অভিযোগ সত্য নয়: আনসার ডিজি আবারও সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে চিরুনি অভিযান শুরু হতে পারে:স্বরাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামকে মাদকমুক্ত করতে অভিযান চলবে-জেলা প্রশাসক নুসরাত সুলতানা  টাঙ্গাইলে ঘাটাইলের জোরদিগিতে মসজিদের নামে জমি দান করায় দানকারীর বিরুদ্ধে ৬টি মিথ্যা মামলা  বিএনপির বিরুদ্ধে  ষড়যন্ত্রের প্রতিবাদে  কাজিপুরে বিক্ষোভ মিশিল  

দাদার কামাই দিদার ভোগ

এম.এ.জলিল রানা / ১২০ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৮:৩৯ অপরাহ্ন
ফাইল ছবি

বাংলাদেশে বহুমাত্রিক দূর্ণীতিবাজ,চোর-ডাকাত,চাঁদাবাজ ও লুটেরাদের গডফাদার,দূর্ণীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন এবং আন্তর্জাতীক দূর্ণীতিবাজদের উত্তরসূরী ও কথিত স্বাধীনতার পক্ষের শক্তি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের মধ্যদিয়ে পলিয়ে যাবার পর রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন করেন। এরইমধ্যে এ সরকারের পাঁচ মাস পুরুণ হবার পথে। দফতরও বণ্টনের পর অন্তর্বর্তী এ সরকারের প্রধানসহ বাকি উপদেষ্টারা কে কী সুবিধা পাবেন তা নিয়ে জনমনে কৌতূহলের ইয়াত্তা নেই।যেহেতু নির্বাচিত সরকার এক জিনিষ আর অন্তর্বর্তী সরকার ভিন্ন জিনিষ, সেক্ষেত্রে কৌতূহল হওয়াটাই স্বাভাবিক।

যেসব সুযোগ সুবিধা পাচ্ছে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টারা:
বিদ্যমান সংবিধানে তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের বেতন ও সুযোগ সুবিধার বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা নাথাকলেও প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সমপর্যায় পদমর্যাদার দায়িত্ব পালন করবেন।ঠিক একইভাবে মন্ত্রীর সমপর্যায় মর্যাদার দায়িত্ব পালন করবেন উপদেষ্টারা। সে হিসেবে প্রধানমন্ত্রীর সমমর্যাদার সুযোগ সুবিধা পাবেন প্রধান উপদেষ্টা এবং মন্ত্রীদের মতো সুযোগ সুবিধা পাবেন উপদেষ্টারা।

সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা গাড়ি, বাড়ি, চিকিৎসা খরচসহ কমপক্ষে ১৩ ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। এবার জেনে নেয়া যাক বিস্তারিত।

প্রধান উপদেষ্টার বেতন ও সুযোগ সুবিধা:
দ্য প্রাইম মিনিস্টার’স (রেমুনারেশেন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬ অনুযায়ী,বাংলাদেশের প্রধানমন্ত্রীর মাসিক বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। এছাড়াও তিনি মাসিক বাড়ি ভাড়া পান ১ লাখ , দৈনিক ভাতা পান ৩ হাজার, যাতায়াত খরচ,বাড়ির ভাড়া, ডেইলি অ্যালাউন্স, ইনস্যুরেন্স সুবিধা, কূটনৈতিক পাসপোর্ট, নিজের দফতরের এবং অন্য টেলিফোন ব্যয়, চিকিৎসা সেবাসহ আরও অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন। বর্তমান প্রধান উপদেষ্টাও ঠিক একই ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং এসব খরচ পুরোটাই বহন করবে রাষ্ট্র।

প্রধানমন্ত্রী সরকারি একটি বাসভবন পান। তবে কেউ চাইলে নিজের বাড়িতে অথবা অন্য কোথাও বাড়িভাড়া নিয়েও থাকতে পারবেন। সেক্ষেত্রে সেই বাড়িও সরকারি টাকায় অত্যাধুনিক বিলাসবহুল করে সাজিয়ে দেয়া হয়। তার বাড়ির নিরাপত্তায় থাকেন স্পেশাল ফোর্সের সদস্যরা। বর্তমান প্রধান উপদেষ্টাও একই সুবিধা পাবেন।
 
উপদেষ্টাদের বেতন:
একজন পূর্ণ মন্ত্রীর মাসিক বেতন ১ লাখ ৫ হাজার টাকা। সে হিসেবে উপদেষ্টারাও একই বেতন পাবেন।
বাড়িভাড়া:
দায়িত্বে আসার পর সব মন্ত্রীই সরকারি ব্যয়ে একটি সুসজ্জিত বাসভবন পান বিনা ভাড়ায়। তবে মন্ত্রী সরকারি বাড়িতে না থেকে যদি নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে থাকেন, সেক্ষেত্রে আলাদা বাসাভাড়া দেয়া হয়। সরকার থেকে পূর্ণ মন্ত্রীদের বাসাভাড়া হিসেবে দেয়া হয় ৮০ হাজার টাকা। এছাড়াও নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে থাকলে সেটিও রক্ষণাবেক্ষণের জন্যও তিন মাসের বাড়িভাড়ার সমান টাকা পাবেন। সরকারি বাড়ি সাজসজ্জার জন্য প্রতিবছর ৫ লাখ টাকা পান একজন মন্ত্রী। সে হিসেবে উপদেষ্টারাও একই সুযোগ-সুবিধা পাবেন।
 
আপ্যায়ন ভাতা:
মন্ত্রীদের দফতরে দেশি-বিদেশি অনেকেই আসেন দেখা- সাক্ষাৎ করতে। তাদের আপ্যায়নের জন্য মাসে ১০ হাজার টাকা করে পান মন্ত্রী। এখন উপদেষ্টারাও একই সুযোগ-সুবিধা পাবেন।
 
চিকিৎসা খরচ:
মন্ত্রীত্ব থাকা অবস্থায় মন্ত্রীসভার সদস্যরা অসুস্থ হলে তার পুরো ব্যয়ভার বহন করে সরকার। এক্ষেত্রে বলা আছে, চিকিৎসা খরচ সীমাহীন। তবে খরচের ভাউচার মন্ত্রীপরিষদ বিভাগে জমা দিতে হবে। এখন উপদেষ্টারাও একই সুযোগ-সুবিধা পাবেন।

 সরকারি গাড়ি:
মন্ত্রী সরকারি খরচে একটি গাড়ি পেয়ে থাকেন। গাড়িটি পরিবহন পুল সরবরাহ করে। জ্বালানি বাবদ দৈনিক ১৮ লিটার জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ দেয়া হয়। মন্ত্রী দেশের ভেতরে কোথাও ভ্রমণে গেলে দৈনিক ভাতা পান দু হাজার করে। এখন উপদেষ্টারাও একই সুযোগ-সুবিধা পাবেন।

১০ সহায়ক:
মন্ত্রী নিজের পছন্দ অনুযায়ী উপ-সচিব পদমর্যাদার একজনকে একান্ত সচিব হিসেবে পান। পূর্ণ মন্ত্রী একজন সহকারী একান্ত সচিব এবং সরকারি কর্মকর্তার বাইরে নিজের পছন্দের একজন সহকারী একান্ত সচিব পেয়ে থাকেন। এছাড়াও দুজন ব্যক্তিগত কর্মকর্তা,একজন জমাদার, একজন আরদালি, দুজন অফিস সহায়ক ও একজন পাচক পেয়ে থাকেন।এছাড়া মোবাইল ফোন কিনতে মন্ত্রীরা পেয়ে থাকেন ৭৫ হাজার টাকা।এখন উপদেষ্টারাও একই সুযোগ-সুবিধা পাবেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ আগস্ট-২০২৪) রাতে শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্যরা।শপথের একদিন পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন করেছেন মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দেয়া হয়েছে ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব।

ড.ইউনূসের হাতে থাকছে যেসব মন্ত্রণালয় ও বিভাগ:
(১) মন্ত্রিপরিষদ বিভাগ(২)প্রতিরক্ষা মন্ত্রণালয়(৩)সশস্ত্র বাহিনী বিভাগ(৪) শিক্ষা মন্ত্রণালয়(৫) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়(৬) খাদ্য মন্ত্রণালয়(৭) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়(৮) ভূমি মন্ত্রণালয়(৯)বস্ত্র ও পাট মন্ত্রণালয়
(১০) কৃষি মন্ত্রণালয়(১১) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়(১২) রেলপথ মন্ত্রণালয়(১৩) জনপ্রশাসন মন্ত্রণালয়(১৪) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়(১৫) নৌ-পরিবহন মন্ত্রণালয়(১৬) পানি সম্পদ মন্ত্রণালয়(১৭) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়(১৮) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় (১৯) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়(২০) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়(২১) বাণিজ্য মন্ত্রণালয়(২২) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়(২৩) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
(২৪)বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়(২৫) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়(২৬) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়(২৭) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

দেশের সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জানা প্রয়োজন যে,সাধারণ খেটে খাওয়া মানুষের ঘাম ঝরানো পয়সায় আমাদের দেশের রাজনৈতিক কুলাঙ্গার কত্তা বাবুরা ক্ষমতার মসনদে বসলে কতটা আরাম আয়েশে থাকেন, যার ফলে ক্ষমতা ছাড়তে আর মন চায়না।

(বায়ুহীন বাতাস মাতো বেগে বায়-সবুজ ধরণীতে প্রজা খাটে রাজা বসে খায়। সরকার আসে যায়,যত সুবিধা তাই পায়।অসহায়দের ভাবনা, কেউ যেন ভাবেনা।দু:খিদের কান্না,তাই তারা শোনেননা। কোন সরকার-ই বাজার সিন্ডিকেট করেনা নিয়ন্ত্রন,তবে কি এ সিন্ডিকেট তাদেরই কালাকানন)।

লেখক: সিনিয়র সাংবাদিক ও কলামিষ্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir