রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

সব হারিয়ে পেট্রলপাম্পে কাজ নেন ঐশ্বরিয়ার সেই নায়ক

অনলাইন ডেস্ক: / ৬৯ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ৭:৪৩ অপরাহ্ন

নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়টা ছিল তামিল চলচ্চিত্রের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। রজনীকান্ত ও কমল হাসানের মতো তারকারা তখন চল্লিশের কোঠায়। বিজয়, অজিত কুমার, অরবিন্দ, মাধবনসহ নতুন প্রজন্মের তারকাদের ভিড়ে আরও একজন ছিলেন যিনি কেরিয়ারের শুরুতে বাজিমাত করলেও ভাগ্যের ফেরে হারিয়ে যান লাইমলাইট থেকে।

পশ্চিমবঙ্গে জন্ম নেওয়া মির্জা আব্বাস আলি ১৯৯৬ সালে তামিল চলচ্চিত্র ‘কাধাল দেশম’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন যা বাণিজ্যিক সাফল্য পায়। তখন আব্বাসকে ‘হার্টথ্রব’ বলে অভিহিত করেন অনেকেই। রাতারাতি স্টার হয়ে যান তিনি। ঝুলিতে আসে একের পর এক ছবির অফার।

তেলুগু ভাষায় ‘প্রিয়া ও প্রিয়া’, ‘রাজা’ এবং তামিল ভাষায় কান্নেঝুথি ‘পোট্টুম থোট্টু’, ‘পাদায়াপ্পা’ এবং ‘সুয়াম্বরম’র মতো ছবিতে অভিনয় করেন তিনি। কমল হাসান ও শাহরুখ খান অভিনীত ‘হে রাম’-এ ছোট্ট একটি চরিত্রে অভিনয় করার পর আব্বাস কান্ডুকোন্ডেইন কান্ডুকোন্ডেইনের সঙ্গে তার সবচেয়ে বড় ব্রেক পান। এই রোমান্টিক ছবিতে তিনি ঐশ্বরিয়া রায়ের বিপরীতে অভিনয় করেছিলেন। সঙ্গে ছিলেন মামুট্টি, অজিত কুমার এবং টাবু। পরের বছর তার ‘মিনালে’ বক্স অফিসে হিটের তকমা পায়।

২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘অংশ’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি কিন্তু সেটি বক্স অফিসে সাফল্য পায়নি। ২০০০ দশকের মাঝামাঝি সময়ে আব্বাসকে তামিল চলচ্চিত্রের অন্যতম ভরসা যোগ্য অভিনেতা হিসাবে বিবেচনা করা হত। তবে ২০০৬ সালের দিকে আব্বাসের কেরিয়ার থমকে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir