রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

নিষিদ্ধ ছাত্রলীগ, ছাত্রদল ও শিবিরের মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ন
Oplus_131072


পিরোজপুরের ইন্দুরকানীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩১ শে জানুয়ারি) রাত থেকে শনিবার দুপুরের মধ্যে পৃথক এ হামলার ঘটনা ঘটে। এতে তিনটি ছাত্র সংগঠনের ছয় জন আহত হয়েছেন বলে অভিযোগ সূত্রে জানা যায়। এই ঘটনার রেশে ইউনিয়ন মহিলা আ.লীগ নেত্রী সহ স্থানীয় এক ছাত্রলীগ কর্মির বাড়িতে হামলা চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বালিপাড়া গ্রামের আরিফ নামে এক ছাত্রলীগ কর্মী রাজনৈতিক ইস্যু নিয়ে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেওয়ায় তার উপর খিপ্ত হন শিবির কর্মীরা।

এর জের ধরে শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে তাকে বালিপাড়া চান সিরাজিয়া মহিলা আলিম মাদ্রাসার সামনের সড়কে পেয়ে পিটুনি দেয় শিবির কর্মিরা। এ সময় তার সাথে থাকা হাসিব খান ও রাকিব দুজনে আরিফকে রক্ষা করতে এগিয়ে এসে শিবির কর্মীদের ধাওয়া খেয়ে পালিয়ে যায়।
তবে এ বিষয়ে স্থানীয় শিবির নেতাদের অভিযোগ শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে সাংগঠনিক কার্যক্রম শেষে বালিপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম এবং ইউনিয়ন উপশাখা সভাপতি রিয়ান খান একত্রে বালিপাড়া বাজার থেকে নিজ বাড়ীতে ফিরছিলেন। তারা চান সিরাজিয়া মহিলা আলিম মাদ্রাসার সামনে পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফ, জাবের, রাকিব, জুয়েল এবং হাসিবসহ ৭/৮ জন অতর্কিত শিবির নেতাদের উপর হামলা চালায়। তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। স্থানীয়রা আহত শিবির কর্মিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়।

এদিকে এ ঘটনার খবর পেয়ে বালিপাড়া বাজারে শিবির কর্মিরা জড়ো হয়ে
পরে রাত এগারোটার দিকে ১৫ /২০ জনের একটি দল বালিপাড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পারুল বেগম (হাসিব খানের মা) ও ছাত্রলীগ কর্মী রাকিবের বাড়িতে গিয়ে ভাঙচুর চালায় এবং রাত বারোটার পরে বালিপাড়া বাজারে ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে।
এ সময় পুলিশ খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে শিবির কর্মীদের উপর হামলার প্রতিবাদে শনিবার সকালে উপজেলা জামাতের আমির ও সেক্রেটারির নেতৃত্বে বালিপাড়া বাজারে মিছিল বের হয়। মিছিল শেষে দোকানে বসে থাকা ইউনিয়ন ছাত্রদল কর্মী রাব্বি হোসেন ও আব্দুল্লাহ আল মামুনকে আগে ছাত্রলীগ করতো বলে মারধর করে শিবির কর্মিরা। এ সময় তাদের ছাড়াতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক আব্দুল্লাহ আল রাকিব আহত হন। এ ঘটনার খবর পেয়ে দুপুরে উপজেলা ছাত্রদলের নেতা কর্মিরা বালিপাড়া বাজারে আাসলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । পরে স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি মীমাংসা করেন। তবে বিষয়টা নিয়ে এলাকায় এখনও চাপা উত্তেজনায় বিরাজ করছে।

আহত সাইদুল ইসলাম ব‌লেন, শুক্রবার রা‌তে তিনজনকে পেয়ে আমা‌দের ওপর হঠাৎ হামলা ক‌রে কয়েকজন ছাত্রলীগ কর্মি। তারা এর আগে আমা‌দের‌ সামা‌জিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধর‌নের হুমকি দি‌য়ে‌ আস‌ছিল।

ছাত্রলীগ কর্মী আরিফ জানান, আমরা কারো উপরে কোন হামলা করিনি। ওদের এ অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

স্থানীয় আ.লীগ নেত্রী পারুল বেগম জানান,
বাজারে পোলাপানের মধ্যে কি হয়েছে আমি জানিনা কিন্তু এরা এসে আমার ঘরবাড়িতে ভাঙচুর করেছে।

ইন্দুরকানী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলী হোসাইন জানান, আমাদের শিবিরের ছেলেরা সাংগঠনিক কর্মসূচী শেষে বাড়ী ফেরার পথে ছাত্রলীগ তাদের উপর হামলা চালায়। হামলায় ৩ শিবির নেতা আহত হয়েছে। এ ব্যাপারে আমরা থানায় মামলার প্রস্ততি নিচ্ছি।

এ বিষয়ে নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ছগির বলেন, শুনেছি শিবির ও ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল থেকে এ ঘটনা ঘটেছে। কিন্তু শিবির ছাত্রলীগকে দোষারোপ করছে। হামলা মামলার কারনে আমাদের অনেকেই এখন এলাকায় নেই। ঐ রাতে শিবির কর্মিরা বালিপাড়া গ্রামের দুই ছাত্রলীগ কর্মীর বাড়িতে ভাঙচুর চালিয়েছে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হো‌সেন ব‌লেন, শুক্রবার রা‌তে বা‌লিপাড়ায় এক‌টি হামলার ঘটনা ঘ‌টে‌ছে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। আহত তরুণেরা দাবি কর‌ছেন, হামলাকারীর‌া সবাই ছাত্রলীগের কর্মী। এছাড়া দুই আ.লীগ কর্মির বাড়িঘরে হামলার বিষয়ে আমরা লিখিত কোন অভিযোগ পাইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir