রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন

পতেঙ্গায় ডিউটিরত এসআইকে ‘মব’ বানিয়ে মারধরের ঘটনায় পুলিশ এসোসিয়েশনের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শনিবার, ১ মার্চ, ২০২৫, ৪:২৫ অপরাহ্ন

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতের আউটার রিং রোড এলাকায় ‘মব’ বানিয়ে ডিউটিরত এসআই (নিঃ) ইউসুফ আলীকে মারধোরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পুলিশ এসোসিয়েশন।

শনিবার (১ মার্চ) পুলিশ এসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন আউটার রিং রোড এলাকায় এসএপিএল ডিপো হতে ২০০ গজ সামনে মহাসড়কের পাশে চেক পোস্ট ডিউটি করাকালীন দুজন দুষ্কৃতিকারী মোটরসাইকেল যোগে এসআই (নিঃ)/ ইউসুফ আলীর কাছে আসিয়া ‘আপনি তো ভুয়া পুলিশ, আপনার আইডি কার্ড কই?’ ইত্যাদি পরিকল্পিত প্রশ্ন করে এসআই (নিঃ)/ ইউসুফ আলীকে ভূয়া পুলিশ বানানোর চেষ্টা করে। দুষ্কৃতিকারীরা পরিকল্পনা অনুযায়ী তাদের আরও সহযোগীদের ঘটনাস্থলে জড়ো করে উক্ত পুলিশ কর্মকর্তা এসআই (নিঃ)/ ইউসুফ আলীকে ‘মব’ বানিয়ে এলোপাতাড়ি মারধর করে মারাত্মকভাবে আহত করতঃ তার মোবাইল, মানিব্যাগ, ওয়্যারলেস ছিনিয়ে নেয় এবং উক্ত ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে তা ভাইরাল হয়।

বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের পক্ষ থেকে এসআই (নিঃ)/ ইউসুফ আলীকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ঘটনায় জড়িত সকল অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি ।


আমরা আশা করি, ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক ঘটনা প্রতিরোধে পুলিশের পাশাপশি জনগণ স্বতঃস্ফূর্তভাবে একসঙ্গে কাজ করবে, যাতে বাংলাদেশ পুলিশ আরও কার্যকর ও জনবান্ধব হয়ে উঠতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir