চ্যাম্পিয়ন্স ট্রফিতে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। অনেকদিন ধরেই তার ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার গুঞ্জন চলছিল।
অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে বুধবার (৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মুশফিক। তার এই সিদ্ধান্তে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং সতীর্থরা মুশফিকের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তার দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের প্রশংসা করেছেন। দেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই অভিজ্ঞ ক্রিকেটারের অবসরে বাংলাদেশ দল কীভাবে সামলে উঠবে, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। সেই আলোচনা ফেসবুকে পোস্টের মাধ্যমে উড়িয়ে দিলেন।
মুশফিকুর রহিমের এই অবসর বাংলাদেশের ক্রিকেটে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি। ওয়ানডে ক্রিকেটে তিনি খেলেছেন ২৭৪ ম্যাচে। ২৫৬ ইনিংসে তিনি রান করেছেন ৭৭৯৫। তার ক্যারিয়ারসেরা ১৪৪ রানের ইনিংসটি এসেছিল ২০১৮ এশিয়া কাপে, যা বাংলাদেশ ক্রিকেটেরই অন্যতম সেরা এক ইনিংস হিসেবে বিবেচিত হয়।
উইকেটের পেছনে ভূমিকার জন্য নন্দিত হয়েছেন যেমন, বহুবার সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। তিনি এই ফরম্যাট ছাড়ার আগে নামের পাশে রেখে যাচ্ছেন ২৪৩টি ক্যাচ, আর ৫৬টি স্টাম্পিং।
টি-টোয়েন্টি ফরম্যাটকে তিনি আগেই বিদায় বলে দিয়েছেন। এইবার টেস্ট ক্রিকেটে বেশি মনোযোগী হবেন।