রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন

পঞ্চপাণ্ডববিহীন নতুন চ্যালেঞ্জ বাংলাদেশের

মোঃ আকাশ খান, খেলাধূলা ডেস্কঃ / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ২:৩৬ অপরাহ্ন

গত বছর টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ । ২০২৬ বিশ্বকাপের জন্য এখনই বাংলাদেশের প্রস্তুতি শুরু করা উচিত।’ গতবছর ভারতের মাটিতে মাহমুদউল্লাহ রিয়াদ যখন স্বল্প ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন, ঠিক তখনই দেশীয় ক্রিকেটে বড় এক অধ্যায়ের সমাপ্তি ঘটে। ‘পঞ্চপাণ্ডব’ ছাড়া কুড়ি কুড়িতে নতুন যুগে প্রবেশ করল বাংলাদেশ। পঞ্চপাণ্ডবখ্যাত মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানের পর মাহমুদউল্লাহর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে পড়ে যবনিকা।

রোহিত শর্মাদের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের আগে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। ওয়ানডেতে এখন অবসর না নিলেও রাজনৈতিক কারনে আপাতত আর খেলা হচ্ছে না এই অলরাউন্ডারের। কয়েক দিন পরই একই পথ ধরেন মাহমুদউল্লাহ। এইবার সেই দুই জনের পথে হাঁটলেন মুশফিকুর রহিম। সদ্য সমাপ্ত শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি দর্শকদের কিছু দিতে না পারায় অনেক সম আলোচনা হওয়ায় গতকাল রাতে নিজের ভেরিফাই ফেসবুক আইডি থেকে দর্শকদের জানিয়ে দিয়েছেন তিনি আর ওয়ানডেতে ফিরছে না টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন এর আগেই। পঞ্চপাণ্ডবদের সবশেষ তিন জনের বিদায়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সম্পূর্ণ নতুন বাংলাদেশকে দেখবে বিশ্ব। তবে পাঁচ অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি এবং তাদের শূন্যতা কারা পূরণ করবে, তা নিয়ে চলছে জোর আলোচনা। ২০০৭ সাল থেকে পঞ্চপাণ্ডব যুগ শুরু হওয়ার পর ১৭ বছরে বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জনগুলোর সঙ্গেই মিশে আছেন পঞ্চপাণ্ডব। তবে বয়স, ফর্মহীনতা এবং নতুনকে বরণ করতেই তাদের জায়গা ছেড়ে দিতে হয়েছে। বহু অর্জনের সাক্ষী এসব তারকা দেশের জন্য কী করেছেন বলার চেয়ে বলা উচিত কী করেননি তারা!

পঞ্চপাণ্ডবদের অন্যতম মাশরাফি সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৭ সালে। তামিম শেষ ম্যাচ খেলেছেন ২০২০ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে। পরের বছরই টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ান মুশফিক। আর সবে শেষ হওয়া ভারত সফরে মাহমুদউল্লাহ ও সাকিব নিজেদের গুটিয়ে নেন কুড়ির ফরম্যাট থেকে। এসব তারকার ঘাটতি অপূরণীয় মনে করা হলেও নতুনদের জায়গা করে দেওয়াটা এখন সময়ের দাবি। সাকিবের বিকল্প কে হবেন, কে হবেন পরবর্তী তামিম, সামনে থেকে নেতৃত্ব দেওয়া মাশরাফি কিংবা মিস্টার নির্ভরযোগ্যখ্যাত মুশফিক ও সাইলেন্টকিলার উপাধি পাওয়া মাহমুদউল্লাহ? এসব প্রশ্নের উত্তর দিতে পারে কেবল ভবিষ্যৎ। তারপরও বিকল্পের অন্বেষণ চলবেই।

পঞ্চপাণ্ডব ছাড়া বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কেমন হবে এর উত্তর দেবে সময়। এমনিতেই টি-টোযেন্টি ফরম্যাটে বাংলাদেশের গ্রাফটা নিম্নমুখী। তার সঙ্গে পঞ্চপাণ্ডবের বিদায় , সব মিলিয়ে বড় হয়ে উঠেছে শঙ্কাটা। তবে সামনে তাকানো ছাড়া কোনো পথও নেই। নতুন অধ্যায়ে কী অপেক্ষা করছে সেটিই এখন দেখার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir