রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন

হান্ড্রেডে সবচেয়ে দামি বাংলাদেশি সাকিব, দল পাবেন তো?

মোঃ আকাশ খান, খেলাধূলা ডেস্কঃ / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৩:৩৩ অপরাহ্ন


এই ইংল্যান্ডে খেলতে গিয়েই শেষবার কপাল পুড়েছিল সাকিব আল হাসানের। কাউন্টি লিগ খেলতে গিয়ে নেমে এসেছিল নিষেধাজ্ঞার খড়গ। বোলিং নিষিদ্ধ হওয়ায় পরবর্তীতে চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও খেলা হয়নি তারকা এই অলরাউন্ডারের। সেই তিনি আবারও খেলতে যাচ্ছেন ইংল্যান্ডে। ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের ড্রাফটে নাম দিয়েছেন সাকিবসহ ২৯ বাংলাদেশি।

অবশ্য সাকিব এই আসরে খেলতে পারবেন কিনা তা নির্ভর করছে তাকে নিলামে কেউ দলে ভেড়ায় কিনা তার ওপর। বাকিদের ভাগ্য নির্ভর করছে নিলামে দল পাওয়ার ওপর। তবে দল না পেলেও সবচেয়ে দামি ক্যাটাগরিতেই নাম রাখা হয়েছে অভিজ্ঞ এই অলরাউন্ডারের।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিবের ভিত্তিমূল্য সবচেয়ে বেশি ১ লাখ ২০ হাজার পাউন্ড। বোলিংয়ে নিষেধাজ্ঞা সত্ত্বেও দ্য হান্ড্রেডের দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে জায়গা হয়েছে তার। এরপর ৬৩ পাউন্ড ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে জায়গা হয়েছে লেগস্পিনার রিশাদ হোসেনের।

এরপর ৫২ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে আছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। তারা হলেন লিটন দাস, তাওহীদ হৃদয় ও স্পিনার শেখ মেহেদী।

৪১ হাজার ৫০০ পাউন্ড ভিত্তিমূল্য ধরা হয়েছে তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলামের। আর নির্দিষ্ট ভিত্তিমূল্য নেই এমন ক্যাটাগরিতে নাম দিয়েছেন বাংলাদেশের আরো ২০ ক্রিকেটার।

সেই ২০ জনের তালিকায় আছেন খালেদ আহমেদ, নাসুম আহমেদ, আলিস আল ইসলাম, জাকের আলী অনিক, এনামুল হক বিজয়, ইবাদত হোসেন চৌধুরি, জাকির হাসান, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, হাসান মাহমুদ, রুয়েল মিয়া, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, রনি তালুকদার ও মোহাম্মদ সাইফউদ্দিন।

উল্লেখ্য, আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে দ্য হান্ড্রেডের নতুন মৌসুমের প্লেয়ার্স ড্রাফট। ৮ দলের টুর্নামেন্টের ড্রাফটে সবমিলিয়ে ইংল্যান্ডের ২৭০ জন এবং ৩৫০ জন বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir