রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন

রবিবারের ফাইনালে ভারতের হারই বেশি

মোঃ আকাশ খান, খেলাধুলা ডেস্কঃ / ৫৮ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শনিবার, ৮ মার্চ, ২০২৫, ১১:১৮ অপরাহ্ন

বিশ্বের বেশির ভাগ দেশে রোববার সাপ্তাহিক ছুটি। ভারতেও ঠিক তাই। কিন্তু রোববার আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট হলে ভারতীয়দের জন্য দিনটি আর ‘সানডে’ থাকে না, হাসি-আনন্দের ছুটির দিনটি রূপ নেয় বিষাদে। পরিসংখ্যান তা-ই বলে।

এই দিনে এখন পর্যন্ত ছয়টি ফাইনাল খেলেছে ভারত, যার পাঁচটিতে হেরেছে তারা। ২০০০ সালে চ্যাম্পিয়নস ট্রফি, ২০০৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল হয়েছিল রোববার। এই পাঁচ টুর্নামেন্টের ফাইনাল খেলে একটিতেও জিততে পারেনি ভারত। শুধু একবার তারা ২০১৩ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল জিতেছিল রোববারে।

কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন, ২০০২ চ্যাম্পিয়নস ট্রফিতে তো ভারত যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল এবং ফাইনাল ছিল রোববার। আসলে ২৯ সেপ্টেম্বর রোববার ফাইনাল হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে এক দিন পিছিয়ে গিয়েছিল ম্যাচ। বৃষ্টি পিছু না ছাড়ায় ম্যাচের নিষ্পত্তি না হওয়ায় দুই দলকেই ঘোষণা করা হয়েছিল যুগ্ম চ্যাম্পিয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir