বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শুক্রবার (৭ মার্চ) ফিফার তরফ থেকে আনুষ্ঠানিক চিঠি পেয়েছে বাফুফে, যেখানে এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে নিশ্চিত করা হয়েছে।
এক প্রেস রিলিজ বার্তায় বাফুফে জানায়, “২০১৮ সাল থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ফিফার আর্থিক নিষেধাজ্ঞার মধ্যে ছিল। তবে প্রাক্তন সহ-সভাপতি তাবিথ আউয়াল এবং বর্তমান কমিটির নেতৃত্বে বাফুফে তার লেনদেন এবং আর্থিক ব্যবস্থাপনার বিষয়ে ফিফার উদ্বেগগুলো সফলভাবে সমাধান করেছে। যার ফলস্বরূপ আজ (৭ মার্চ) থেকে ফিফার আরোপিত আর্থিক নিষেধাজ্ঞাগুলি সম্পূর্ণরূপে তুলে নেওয়া হয়েছে।”
বাফুফের উপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করা হলেও ফিফার অর্থ প্রদান অবশ্য এতোদিন অব্যাহত ছিলো। যদিও সেটা অবশ্য একাধিক কিস্তিতে পেতো বাফুফে। যার ফলে বিভিন্ন কাজেই বাধার সম্মুখীন হতো দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফিফার এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার অর্থ হল, বাফুফে এখন থেকে স্বাভাবিক কিস্তিতেই ফিফার অনুদান পাবে এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে আবেদন করার জন্য আরও বিস্তর সুযোগ পাবে।
এবছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফিফা ফান্ডের অডিটের জন্য বাংলাদেশে এসেছিলো ফিফার প্রতিনিধি দল। বাফুফে অবশ্য আশাবাদী ছিলো মার্চের মাঝামাঝি সময়েই ভালো কোনো ফল পাবার। তবে প্রত্যাশার থেকেও প্রায় এক সপ্তাহ আগেই ফিফার তরফ থেকে সুসংবাদ পেয়েছে বাফুফে। মূলত ঢাকায় আসা প্রতিনিধি দলের দেওয়া প্রতিবেদনের ওপর আস্থা রেখেই বাফুফের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা।